For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত

Array

Google Oneindia Bengali News

নিউইয়র্কের কুইন্সে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এমনটাই খবর মিলেছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে। জানা গিয়েছে যে ওই ব্যক্তি একটি এসইউভির পিছনে বসেছিলেন। এটি তিনি তাঁর পরিচিতের থেকে নিয়ে চালাচ্ছিলেন। তবে যখন তাঁর উপর হামলা হয় তখন তিনি গাড়ি চালাচ্ছিলেন না।

ফের আমেরিকার রাস্তায় বন্দুকবাজ, গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত

জানা গিয়েছে গাড়িটি তার বাড়ি থেকে রাস্তায় পার্ক করা হয়েছিল, যখন তাকে গুলি করা হয়েছিল। সাতনাম সিং নামে ভারতীয় বংশোদ্ভূত ওই ব্যক্তির বয়স ছিল ৩১ বছর। তিনি এই ঘটনার কিছু আগেই ওই গাড়িটি তাঁর একটি বন্ধুর কাছ থেকে নিয়েছিলেন এবং সেটাই তিনি চালিয়ে এবার পার্ক করতে যাচ্ছিলেন। তখনই ঘটে ওই ঘটনা।

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যে এক বন্দুকের আঘাতে একজন ভারতীয় নাগরিক নিহত হওয়ার কয়েকদিন পর আবারও এক ভারতীয়ের সঙ্গে প্রায় একইরকম ঘটনা ঘটল। দ্য নিউইয়র্ক ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সতনাম সিং-এর কাছে একজন বন্দুকধারী এসেছিলেন, যিনি শনিবার বিকেল ৩:৪৫ মিনিটের দিকে তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন।

পুলিশ জানিয়েছে,যেখান ওই ব্যক্তিকে গুলি করা হয়েছিল ঠিক সেই রাস্তাতেই তাঁর বাড়ি ছিল। তাঁকে বুকে এবং ঘাড়ে গুলি করা হয়েছিল। এই ঘটনার পরে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তিনি পরে মারা যান বলে পুলিশ জানিয়েছে।

গোয়েন্দারা এটা এখনও এটা বুঝতে পারেননি যে বন্দুকধারীর টার্গেট সতনাম সিং ছিল না কী এসইউভির আসল মালিক। কাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে। গাড়ির ভিতরে আর কেউ ছিল তা জানেন না গোয়েন্দারা। সেটাও নির্ধারণ করার চেষ্টা করছেন তারা। তবে আপাতত রিপোর্টে বলা হয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে যে পুলিশের মতে, বন্দুকধারী পায়ে হেঁটে সিং-এর কাছে এসেছিল কিন্তু প্রতিবেশীরা বলেছে যে জিপটি অতিক্রম করার সময় একটি কালো ট্রাঙ্ক সহ একটি রূপালী রঙের সেডান থেকে গুলি চালানো হয়েছিল।

প্রতিবেশী জোয়ান ক্যাপেলানি বলেন, সতনাম সিং ১২ তম সেন্টে হেঁটে যাচ্ছিলেন। "এখানে একটা ইউ-টার্ন রয়েহে। সেটা দিয়ে ঘুরে আসছিলেন তিনি। তারপরেই ওই ঘটনা ঘটে। ঘটনাটিতে ক্যাপেলানির বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়েছে এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মীরা প্রমাণের জন্য ফুটেজ পর্যালোচনা করছে।

প্রতিবেশী ক্রিস্টিনা পারসাউড বলেন, "তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমি যখনই তাকে দেখতাম প্রতিদিন তাকে 'হাই' বলতাম। হয়তো তাকে টার্গেট করা হয়েছে, কিন্তু আমি জানি না।" এদিকে তেলেঙ্গানার ভারতীয় নাগরিক সাই চরণকে মেরিল্যান্ডের বাল্টিমোরে তার এসইউভিতে একটি স্পষ্ট বন্দুকের গুলিতে আহত অবস্থায় পাওয়া যায়। ২৫ বছর বয়সীকে অবিলম্বে একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাকে ১৯ জুন মৃত ঘোষণা করা হয়।

চরম অর্থনৈতিক সঙ্কটে বন্ধ স্কুল , পেট্রোল বাঁচাতে ওয়ার্ক ফ্রম হোমের নিদান শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সঙ্কটে বন্ধ স্কুল , পেট্রোল বাঁচাতে ওয়ার্ক ফ্রম হোমের নিদান শ্রীলঙ্কায়

English summary
in USA a indian man was shot dead by gunman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X