For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের বিরুদ্ধে আইনি মামলা এবার ভারতীদের! আমেরিকায় জোরদার হচ্ছে ভিসা নীতির লড়াই

ট্রাম্পের বিরুদ্ধে আইনি মামলা এবার ভারতীদের! আমেরিকায় জোরদার হচ্ছে ভিসা নীতির লড়াই

  • |
Google Oneindia Bengali News

এইচ ওয়ানবি ভিসা নিয়ে এবার ট্রাম্পের বিরুদ্ধে সরব হচ্ছে সমস্ত মহল। এর আগেই আমেরিকায় বিদেশী পড়ুয়াদের ঘরে ফেরা নিয়ে ট্রাম্প সরকারের নীতি প্রসঙ্গে হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয় সরব হয়েছে। আর এবার ভিসা নীতি নিয়ে ১৭৪ জন ভারতীয় ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন।

 ট্রাম্পের বিরুদ্ধে আইনি মামলা এবার ভারতীদের! আমেরিকায় জোরদার হচ্ছে ভিসা নীতির লড়াই

২০২০ সালের বাকি বছরে বিদেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প সরকার। ফলে বহু ভারতীয় সেদেশে যেতে পারছেন না। এমন বহু ভারতীয় রয়েছেন , যাঁদের পরিবারের বাকিরা আমেরিকায় রয়ে গিয়েছেন। ট্রাম্পের ভিসা নীতির জন্য সেই সমস্ত পরিবার প্রবল বিপদে পড়েছে। এমনভাবে বিপদগ্রস্ত হওয়া ১৭৪ জন ভারতীয় এবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন।

উল্লেখ্য, প্রতি বছরই বিভিন্ন মার্কিন সংস্থা ভারত ও চিন থেকে প্রায় ১০ হাজার জন বাসিন্দাকে কর্মী হিসাবে নিযুক্ত করে। তবে ট্রাম্পের ভিসা নীতির জন্য তা সম্ভব হচ্ছে না এঅবার। ট্রাম্পের নীতি সাফ জানাচ্ছে , আমেরিকার বুকে কেবলমাত্র আমেরিকানরাই কর্মক্ষেত্রে সুযোগ পাবেন। বাইরে থেকে আসা কর্মীরা আমেরিকানজের চাকরিতে থাবা বসালে তা ট্রাম্প সরকার মানবে না। আর সেই ভাবধারা থেকেই এইচওয়ান বি ভিসা নীতির ওপর নিষেধাজ্ঞা।

লাদাখে চিনা আগ্রাসন আদতে ট্রাম্পের জন্য আশীর্বাদ! দাবার খেলায় ভারত এখন আমেরিকার ঘুঁটি? লাদাখে চিনা আগ্রাসন আদতে ট্রাম্পের জন্য আশীর্বাদ! দাবার খেলায় ভারত এখন আমেরিকার ঘুঁটি?

English summary
Indian Families file case against Trump on Visa ban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X