For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিঙ্গারা থেকে যোগাসন, শাহরুখ থেকে আম্বানি, দাভোসের বিশ্বমঞ্চে ডানা মেলল অন্য ভারত

এবছরের বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চের সম্মেলন আক্ষরিক অর্থেই ভারতের সম্মেলন। সুইজারল্যান্ডের দাভোসে বরফে ঢাকা শহরের উত্তাপ বাড়িয়ে দিলেন ভারতীয়রাই।

  • |
Google Oneindia Bengali News

এবছরের বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চের সম্মেলন আক্ষরিক অর্থেই ভারতের সম্মেলন। সুইজারল্যান্ডের দাভোসে বরফে ঢাকা শহরের উত্তাপ বাড়িয়ে দিলেন ভারতীয়রাই। এদেশ থেকে মোট ১৩০ জনের দল দাভোসের সম্মেলনে অমশ নিচ্ছেন। সেখানে প্লেনারি সেশনে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দাভোসের বিশ্বমঞ্চে ডানা মেলল অন্য ভারত

মোদী ছাড়াও অর্থমন্ত্রী অরুণ জেটলি, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু, শিল্পপতি মুকেশ আম্বানি, অভিনেতা শাহরুখ খান, নির্দেশক করণ জোহরের মতো ব্যক্তিত্বরা দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ আলো করেছেন।

আস সেখানে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়েছে সিঙ্গারা, কচুরি দিয়ে। এছাড়াও আরও নানা ধরনের ভারতীয় রসনার আয়োজন করা হয়েছিল। এবারের বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে প্রথমবার যোগাসন করে দেখানো হবে। ভারতের যোগ ব্যায়ামকে ফের একবার এইভাবে বিশ্বের মঞ্চে তুলে ধরলেন নরেন্দ্র মোদী।

মূল অনুষ্ঠানের আগে বলিউড বাদশা শাহরুখ খান, অজি অভিনেত্রী কেট ব্ল্যাঙ্কেট ও মিউজিশিয়ান এল্টন জনকে ক্রিস্টাল অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়। এদিন সম্মেলনের মঞ্চে যোগাসন পারফর্ম করার পাশাপাশি ভারতের সংষ্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেও নানা তথ্য তুলে ধরা হবে।

English summary
Indian cuisine, yoga to open Davos meet, Shah Rukh Khan awarded with Crystal Awards, A new India at World Economic Forum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X