For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-বাইডেন যখন বৈঠকে ব্যস্ত, হোয়াইট হাউসের বাইরে প্রবাসী ভারতীয়রা কী করলেন

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হওয়ার পর প্রথমবার হোয়াইট হাউসে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু প্রতীক্ষিত মোদী-বাইডেন বৈঠকও শুরু হল।

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হওয়ার পর প্রথমবার হোয়াইট হাউসে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু প্রতীক্ষিত মোদী-বাইডেন বৈঠকও শুরু হল। শুক্রবার ভারতীয় সময় পৌনে ন-টা নাগাদ এই বৈঠক শুরুর আগে যখন মোদী পা রাখলেন হোয়াইট হাউসে, তখন হোয়াইট হাউসের বাইরে ঊচ্ছ্বাস প্রবাসী ভারতীয়দের।

মোদী-বাইডেন যখন বৈঠকে ব্যস্ত, হোয়াইট হাউসের বাইরে উচ্ছ্বাস

মোদী-বাইডেনের এই বৈঠক ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে উত্তেজনা ছিল চরমে। ভারতীয়দের পাশাপাশি মার্কিন মুলুকে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের মধ্যেও উচ্ছ্বাস চোখে পড়েছিল হোয়াইট হাউসের বাইরে। তাঁরা দুই রাষ্ট্রপ্রধানের ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এই উচ্ছ্বাসের পাশাপাশি মোদী-বাইডেনের বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কাটাছেঁড়া চলছে আন্তর্জাতিক মহলে। প্রবাসীদের মধ্যেও আলোচনা চলেছে সমানে।

এদিন হোয়াইট হাউসে প্রায় এক ঘণ্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই বৈঠককে বর্ণনা করেন সবথেকে বড় দুই গণতন্ত্রের মধ্যে বন্ধুত্ব বলে। তিনি বলেন, ভারত ও আমেরিকার মধ্যে মৈত্রীর নয়া অধ্যায়ের সূচনা হল আজ থেকে। যতদিন যাবে ততদিন এই বন্ধুত্ব শক্তিশালী হবে আরও। আমাদের প্রথম চ্যালেঞ্জ যৌথভাবে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করা।

হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনার পর সাংবাদিক বৈঠকে বাইডেনের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ভারতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাইডেন। উভয় দেশের মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হবে। কোভিড হোক বা বিশ্ব উষ্ণায়ন বা সন্ত্রাসের মোকাবিলায় একসঙ্গে কাজ করবে দুই দেশ।

প্রধানমন্ত্রী মোদী মার্কিনমুলুকে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বলেন, প্রযুক্তির বিকাশকে মানবতার স্বার্থে ব্যবহার করতে হবে। বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। মোদী বলেন, গ্লোবাল ওয়ার্মিং রুখতে একসঙ্গে কাজ করবে ভারত ও আমেরিকা। দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে মহাত্মা গান্ধীর জন্মদিনকে অহিংস দিবস হিসেবে পালন করার বার্তা দেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, দু-দেশের বন্ধনের সবথেকে বড় মাধ্যম হল বাণিজ্য। সেই বাণিজ্যের প্রসার আরও বাড়বে। দুই দেশ একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে। দুই রাষ্ট্রপ্রধানের এহেন বক্তব্যে এদিন ভারতীয় ও মার্কিন যুক্তরাষ্ট্র বসবাসকারী প্রবাসী ভারতীয়দের মনে খুশির জোয়ার এনে দেয়। এদিন সাংবাদিক বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানকে হাসিঠাট্টা করতেও দেখা যায়। মুম্বইয়ে মোট পাঁচজন বাইডেন রয়েছেন। তা জেনে বাইডেনকে মজার ছলে বলতে শোনা যায়, ভারতে আমরা আত্মীয়রা থাকেন। এরপরই দুই রাষ্ট্রপ্রধান হাসিতে ফেটে পড়েন। এদিন মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে হাজির হন প্রবাসী ভারতীয়রা।

English summary
Indian Community’s members gathered outside of white house when Modi and Biden were bilateral meeting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X