For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিসা-নাগরিকত্ত্বের আবেদনে কারচুপি, মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার ভারতীয় নাগরিক

ভিসার আবেদনপত্র দাখিলে প্রতারণা ও নাগরিকত্ব অর্জনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হল। জমা দেওয়া নিয়ে জালিয়াতির অভিযোগে।

  • |
Google Oneindia Bengali News

ভিসার আবেদনপত্র দাখিলে প্রতারণা ও নাগরিকত্ব অর্জনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হল। মার্কিন অ্যাটর্নি ক্রেগ কারপিনটোটো বলেছেন, মঙ্গলবার নীরজ শর্মা নামে ওই ইন্দো-মার্কিন নাগরিককে গ্রেফতার করা হয় ১১টি ভুয়ো এইচ-১বি ভিসা আবেদনপত্র জমা দেওয়া নিয়ে জালিয়াতির অভিযোগে।

ভিসা-নাগরিকত্ত্বের আবেদনে কারচুপি, গ্রেফতার ভারতীয় নাগরিক

নিউ জার্সির পিসকাতওয়ে শহরের বাসিন্দা নীরজ শর্মা। ভিসা জালিয়াতি এবং রাষ্ট্রের নাগরিক অধিকার পাত্তয়া সংক্রান্ত এক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তাকে নিউইয়র্ক ফেডারেল কোর্টে মার্কিন ম্যাজিস্ট্রেটের বিচারক মাইকেল হ্যামারের সামনে হাজির করা হবে।

ভিসা জালিয়াতি এবং রাষ্ট্রের নাগরিক অধিকার পাত্তয়া সংক্রান্ত এক অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ২ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে। এই মামলায় দায়ের করা নথিতে এবং আদালতে বিবৃতির ভিত্তিতে জানা গিয়েছে নীরজ শর্মা মার্কিন যুক্তরাষ্ট্রে আইটি বিশেষজ্ঞ নিয়োগ করতেন বিদেশ থেকে।

তিনি নিউ জার্সির সোমারসেটে একটি তথ্য প্রযুক্তি এবং পরামর্শকারী সংস্থা ম্যাগনাভিশন এলএলসি'র মালিক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসনের পরিষেবা পাওয়ার জন্য কর্মীদের এইচ-১বি ভিসা কাগজপত্র জমা দেওয়ার সময় তিনি ভুয়ো প্রমাণ দাখিল করেন বলে অভিযোগ। ব্যাংকেও তিনি জাল স্বাক্ষর ও নকল চিঠি জমা দিয়েছিলেন বলে অভিযোগ।

English summary
Indian Citizen is arrested in USA on Charges of visa and naturalization fraud. The Indian-American citizen Niraj Sharma was resident of New Jersey.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X