For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯ বছরেই মোবাইল অ্যাপ বিষ্ময় বালকের! ১৩ বছরে সফটঅয়্যার কোম্পানি

১৩ বছরের বিষ্ময় বালক আদিথ্যন রাজেশ। ভারতীয় বংশোদ্ভুত এই বালক বর্তমানে দুবাইয়ের বাসিন্দা।

  • |
Google Oneindia Bengali News

১৩ বছরের বিষ্ময় বালক আদিথ্যন রাজেশ। ভারতীয় বংশোদ্ভুত এই বালক বর্তমানে দুবাইয়ের বাসিন্দা। চার বছর আগে সে প্রথম মোবাইল অ্যাপ তৈরি করেছিল। বর্তমানে সে সফটঅয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির মালিক। অন্তত সংবাদ মাধ্যমের খবর এমনটাই।

৯ বছরেই মোবাইল অ্যাপ বিষ্ময় বালকের! ১৩ বছরে সফটঅয়্যার কোম্পানি

আদতে কেরলের বাসিন্দা আদিথ্যন রাজেশ নয় বছর বয়সে তৈরি করে ফেলেছিল মোবাইল অ্যাপ্লিকেশন। সেটা ছিল তার শখের। এখন সে ক্লায়েন্টদের জন্য লোগো তৈরির পাশাপাশি ওয়েবসাইট ডিজাইনও করে।

পাঁচ বছর বয়সে প্রযুক্তিতে দক্ষ এই বালক, কম্পিউটার ব্যবহার শুরু করেছিল। দুবাই-এর এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বর্তমানে ১৩ বছর বয়সে ট্রাইনেট সলিউশন নামে একটি কোম্পানিও খুলেছে।

আদিথ্যন রাজেশ জানিয়েছে, কেরলের থিরুভিল্লায় জন্ম তার। পাঁচবছর বয়সেই দুবাইয়ে চলে যায় সে। তার বাবা তাকে বিবিসি টাইপিং-এর ওয়েবসাইট দেখিয়েছিলেন। যেখানে ছোট ছাত্রছাত্রীরা টাইপ শিখতে পারে।

নিজের কোম্পানিতে কর্মীর সংখ্যা তিন। যারা সবাই আদিথ্যনের বন্ধু কিংবা স্কুলের ছাত্র।

সে নিজেই জানিয়েছে, কোম্পানির মালিক হতে গেলে তার বয়স হতে হবে ১৮। যদিও সে কোম্পানির মতোই কাজ করে বলে জানিয়েছে। নতুন কোম্পানি এখনও পর্যন্ত ১২ ক্লায়েন্টের কাজ করেছে বলে দাবি করেছে আদিথ্যন রাজেশ।

English summary
Indian Boy Aadithyan Rajesh Had Mobile App At 9 and At 13, He Owns Software Company In Dubai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X