For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় বয়স্ক কোভিড রোগীদের 'আইসোলেশন কোভিড ট্রিটমেন্ট হসপিস', পথ দেখাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত

আমেরিকায় বয়স্ক কোভিড রোগীদের 'আইসোলেশন কোভিড ট্রিটমেন্ট হসপিস', পথ দেখাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব। এই মুহূর্তে যে সমস্ত দেশে বিদেশে সংক্রামিতের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে অনেকেই প্রবীণ নাগরিক। তাঁদের ক্ষেত্রে ঝুঁকিও বেশি। কারণ, প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায়, হাসপাতালে নভেল করোনা সংক্রমণের চিকিৎসা করাতে এসে অন্য জীবাণুজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়।

বয়স্কদের জন্য জরুরি আলাদ চিকিৎসা ব্যবস্থা

বয়স্কদের জন্য জরুরি আলাদ চিকিৎসা ব্যবস্থা

বিশেষজ্ঞরা বলছেন কোভিড আক্রান্ত প্রবীণ মুমূর্ষুদের আলাদা করে বিশেষ নার্সিং ভবনে রেখে চিকিৎসা জরুরি। মার্কিন যুক্তরাষ্ট্রে নানান পদক্ষেপ নিয়েছে। যেমন চালু হয়েছে "কোভিড প্রবীণ হসপিস"।

পথ দেখাচ্ছেন প্রবাসী ভারতীয়

পথ দেখাচ্ছেন প্রবাসী ভারতীয়

টেক্সাসে এরকম অভিনব পরিষেবা কেন্দ্র চালু হয়েছে। নেতৃত্বে ভারত সন্তান রবিকান্ত যালামুড়ি। বর্তমানে তিনি টেক্সাসের তিনটে ব্যস্ত হসপিসের অধিকর্তা। দক্ষিণ ভারতের গুন্টুর মেডিক্যাল কলেজের প্রাক্তনী।রবিকান্তের মতে 'কোভিড আক্রান্ত প্রবীন নাগরিকদের বার্ধক্যজনিত নানান সমস্যা থাকে। শ্বাসকষ্ট আর হার্টের ক্রনিক সমস্যা অন্যতম। কোভিড সংক্রমণ চিহ্নিত হওয়ার পর সবচেয়ে জরুরি নিয়মিত পর্যবেক্ষণ আর সাপোর্ট কেয়ার।
জেনারেটর হাসপাতালে থাকলে বিশেষ নজর ব্যাহত হবে। তাই জরুরি কোভিড আক্রান্ত বয়স্কদের বিশেষ হসপিস।

চাহিদা বাড়ছে হসপিসের

চাহিদা বাড়ছে হসপিসের

মার্কিন চিকিৎসকদের অভিমত, এতে নিবিড় চিকিৎসার সুযোগ যেমন আছে, তেমনই প্রবীণদের সম্মানের সঙ্গে সংকটজনক সময় থাকার সুবিধেও পান। মার্কিন যুক্তরাষ্ট্রে বয়স্ক আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এরকম প্রবীণদের বিশেষ হসপিসের চাহিদাও বাড়ছে।

'চিনের প্রচারযন্ত্রে পরিণত হয়েছে হু', কী কারণে ফের রেগে গেলেন ট্রাম্পের?'চিনের প্রচারযন্ত্রে পরিণত হয়েছে হু', কী কারণে ফের রেগে গেলেন ট্রাম্পের?

English summary
Indian born American Doctor starts isolation CAVID treatment hospice for Older Patients. Older need special case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X