For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাইম ম্যাগাজিনে বর্ষসেরা শিশু ভারতীয়–বংশোদ্ভুত গীতাঞ্জলী রাও

টাইম ম্যাগাজিনে বর্ষসেরা শিশু ভারতীয়–বংশোদ্ভুত গীতাঞ্জলী রাও

Google Oneindia Bengali News

এ বছর টাইম ম্যাগাজিনে বর্ষসেরা শিশু হিসাবে নির্বাচিত হল ভারতীয়–বংশোদ্ভুত ১৫ বছরের গীতাঞ্জলী রাও। একজন উদীয়মান বিজ্ঞানী ও উদ্ভাবক গীতাঞ্জলী ৫০০০ জনকে পিছনে ফেলে এই স্থানটি অর্জন করেন।

টাইম ম্যাগাজিনে বর্ষসেরা শিশু ভারতীয়–বংশোদ্ভুত গীতাঞ্জলী রাও


সাইবারবুলিং মোকাবিলার জন্য অ্যাপ বিকাশ করা থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যের প্রযুক্তির উপর কাজ করা, যা কোনও ব্যক্তিকে পানীয় জলের বিশুদ্ধতা নিশ্চিত করো, গীতাঞ্জলি রাওয়ের জন্য তাঁর কাজের আকাশ সীমাবদ্ধ। টাইমস প্রোফাইলের জন্য গীতাঞ্জলী রাওয়ের সঙ্গে জুমে সাক্ষাতকার নেন একাধিক পুরস্কার খ্যাত অ্যাঞ্জেলিনা জোলি। জোলি শরণার্থীদের জন্য রাষ্ট্রপুঞ্জের হাইকমিশনারের বিশেষ দূতও।

টাইমস এই সাক্ষাতকারের প্রথমে লিখেছিলেন, '‌এই বিশ্বের চেহারা যারা বদলাতে চান এটি তাদের। আগামী প্রজন্মের শিশুরা নিজেদের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে এই পৃথিবীকে যারা বদলাতে চায়, সেই ৮–১৬ বছর বয়সী ৫ হাজার শিশুদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছে গীতাঞ্জলী।’‌ গীতাঞ্জলী কোলোরাডোতে তার বাড়িতে বসে সাক্ষাতকারে জানিয়েছিল যে তার যখন ০শ বছর বয়স তখন সে কার্বন ন্যানোটিউব সেন্সর টেকনোলজি নিয়ে গবেষণা করতে চেয়েছিল ডেনভর ওয়াটার কোয়ালিটি রিসার্চ ল্যাবে। এছাড়াও ১৫ বছরের কিশোরী জানায় যে দূষিত জলের সমস্যা, মাদকাসক্ত এবং সাইবার বুলিং এর মতো সমস্যাগুলি প্রতিরোধে প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে সে। এ সমস্যাগুলি সমাধানে একটা গ্লোবাল ফ্রেম তৈরি করবে, যেখানে সারা বিশ্বের তরুণ উদ্ভাবকগণ সমস্যা সমাধানে কাজ করবে।

English summary
indian american gitanjali rao first ever time kid of the year 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X