For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যালেস্টাইনে রহস্যজনক মৃত্যু ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যের, খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ

Google Oneindia Bengali News

বিদেশের মাটিতে রহস্যজনকভাবে মৃত্যু হল ভারতীয় প্রতিনিধির। প্যালেস্তাইনের রামাল্লায় নিজের কর্মস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায় ভারতীয় রাষ্ট্রদূতকে ৷ যদিও কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও জানা যায়নি ৷ তিনি রবিবার ভারতীয় মিশনে গিয়েছিলেন। মুকুল আর্য ২০০৮ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার ব্যাচের ছিলেন।

প্যালেস্টাইনে রহস্যজনক মৃত্যু ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যের, খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ


ভারতীয় কূটনীতিবিদের এই মৃত্যুতে টুইটে গভীর শোক প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি টুইটে লিখেছেন, '‌রামাল্লায় ভারতীয় প্রতিনিধি শ্রী মুকুল আর্যের মৃত্যুর খবর শুনে গভীরভাবে শোকাহত।’‌ বিদেশ মন্ত্রী টুইটে আরও লেখেন, '‌উনি একজন উজ্জ্বল এবং প্রতিভাবান অফিসার ছিলেন ৷ তাঁর সামনে আরও অনেক কিছুই পড়ে ছিল৷ তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই ৷ ওম শান্তি।’‌ নিজের কর্মস্থানে মুকুল আর্যের মৃত্যুর খবরে রবিবার শোক জ্ঞাপন করেছেন প্যালেস্টাইনের শীর্ষ নেতৃত্বরাও। প্যালেস্টাইনের বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারতের রাষ্ট্রদূত আর্যের মৃত্যুর খবর দারুণভাবে হতচকিত করেছে এবং প্যালেস্টাইন সরকার গভীরভাবে শোকাহত। এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, '‌এই দুঃখজনক খবর আসার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মেহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী মহম্মদ স্তেহার তরফে নির্দেশ দেওয়া হয় যে মুকুলের মৃত্যুর কারণ জানতে পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং স্বাস্থ্য ও ফরেন্সিক সায়েন্সের কর্মীরা যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।’‌ বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই কঠিন ও জরুরি পরিস্থিতিতে যা কিছু করা প্রয়োজন, তা করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুকুল আর্যের দেহ ফেরত পাঠানোর জন্য সে দেশের বিদেশমন্ত্রকের তরফে ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

জানা গিয়েছে, প্যালেস্টাইনের বিদেশমন্ত্রী রিয়াদ–আল–মালিকি সরাসরি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন এবং মুকুলের মৃত্যুতে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন। মুকুলের দেহ ফিরিয়ে নিয়ে যেতে ভারত সরকারের যাবতীয় কার্যে প্যালেস্তাইনের তরফে সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে।

প্যালেস্টাইনে কাজ করার আগে আর্য কাবুল ও মস্কোতে ভারতীয় দূতাবাসে কাজ করেছেন এবং এর পাশাপাশি দিল্লিতে বিদেশ মন্ত্রকের সদর দফতরেও তিনি কাজ করেন। এছাড়া আর্য প্যারিসে ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধি দলেও কাজ করেছেন। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে মুকুল আর্য অর্থনীতি নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

English summary
indian ambassador mukul arya dies in palestine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X