For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি হামলা নিয়ে ঢাকাকে সতর্ক করেছিল নয়াদিল্লি, আমল না দিয়েই ডুবল বাংলাদেশ!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ঢাকা, ৪ জুলাই : একেবারে নির্দিষ্টভাবে গুলশন এলাকার নাম উল্লেখ করে জঙ্গি হামলা আশঙ্কা কথা ঢাকাকে মাসখানেক আগে জানিয়েছিল নয়াদিল্লি। তবে ভারতের এই সতর্কবাণীতে কর্ণপাত না করার মাশুল গুনল বাংলাদেশ। ঢাকার অদূরে গুলশনের অভিজাত এলাকার রেস্তরাঁয় ঢুকে ২২ জন নিরীহ মানুষকে অবলীলায় হত্যা করল জঙ্গিরা। [বাংলাদেশে রেস্তরাঁয় হামলাকারী জঙ্গি 'আওয়ামী লিগ' নেতার ছেলে!]

তবে শুক্রবারই এই হামলা হবে এই বিষয়ে ভারতের কাছে কোনও তথ্য ছিল না। বাংলাদেশের এক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, ঢাকায় হামলার কথা দিল্লি জানিয়েছিল। এটাও জানানো হয়েছিল যে জঙ্গিরা ভারতের কোনও এক গোপন জায়গায় প্রশিক্ষণ নিয়েছে। এছাড়া আইএসের প্রচার নিয়েও সতর্ক করা হয়েছিল ঢাকাকে। ['মুসলিম বাদে বাকীদের মারতে এসেছি', বন্দিদের জানায় জঙ্গিরা]

জঙ্গি হামলা নিয়ে ঢাকাকে সতর্ক করেছিল নয়াদিল্লি!

বেশ কয়েকটি ধাপে গোয়েন্দা রিপোর্ট ঢাকার সঙ্গে শেয়ার করা হয়। সেখান বলা হয়েছিল, কট্টরপন্থীরা বড়সড় হামলার ছক কষছে। বিভিন্ন জায়গা থেকে টুকরো টুকরো তথ্য সামনে এসেছে বাংলাদেশ প্রশাসনের কাছেও। তবে তার পরিণতি যে এমন ভয়ানক হবে সেটা আন্দাজ করতে পারেননি অনেকেই। এমনটাই জানিয়েছেন এক বাংলাদেশি পুলিশকর্তা।

গত বছরের এপ্রিল মাসে আইএসের ম্যাগাজিন 'দাবিক'-এ বাংলাদেশে আগাম হামলার কথা জানানো হয়। এছাড়া জামাত-উল-মুজাহিদিন যারা আইএসের সঙ্গে হাত মিলিয়েছে, সেই জঙ্গিরা গত দু'বছর ধরে ইসলাম বাদে অন্য ধর্মের লোকেদের খুন করে চলেছে।

বাংলাদেশের কূটনৈতিক পরিবৃত্তে হামলা চালাতে চলেছে জঙ্গিরা, এই বার্তা একেবারে স্পষ্ট করে জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা। এমনকী মার্কিন গোয়েন্দারাও সতর্ক করেছিলেন ঢাকার শীর্ষ কর্তাদের।

English summary
Indian agencies warned Dhaka of terror strikes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X