For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানবিকতার স্বার্থে আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠাবে ভারত

মানবিকতার স্বার্থে আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠাবে ভারত

  • |
Google Oneindia Bengali News

তালিবানের দখলে যাওয়ার পর আফগানিস্তানের অবস্থা গোটা বিশ্ব দেখছে৷ খাদ্য থেকে সাধারণ নাগরিকদের জীবন সবকিছুই একপ্রকার সঙ্কটের মধ্যে৷ এরকম অবস্থায় মানবিকতা স্বার্থে আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠাতে চলেছে ভারত৷ এই মর্মে রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে৷

মানবিকতার স্বার্থে আফগানিস্তানে ৫০ হাজার মেট্রিক টন গম পাঠাবে ভারত

সড়কপথে পাকিস্তানের মধ্য দিয়ে ট্রাকে গম পাঠানো শুরু করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ভারত। ২০ ফেব্রুয়ারি পাঞ্জাব নির্বাচন সম্পন্ন হওয়ার পর গম পাঠানো শুরু করা যাবে আশা করা হচ্ছে। রাষ্ট্রসংঘের সংস্থার সঙ্গে গম পাঠানোর চুক্তিটি রোমে ভারতীয় দূতাবাস দ্বারা সম্পন্ন করা হয়েছিল৷ দেশের রাষ্ট্রদূত নীনা মালহোত্রা আফগানিস্তানে গম পাঠানোর সময় ভারত থেকে পাঠানো কনভয়গুলির দায়িত্ব নেওয়ার এবং মানবিক সংকটের সম্মুখীন সেই আফগানদের মধ্যে বিতরণ জন্য ডব্লিউএফপি-এর সঙ্গে মৌ স্বাক্ষর করেন। একটি টুইটে ডব্লিউএফপি
এর সদর দফতর ভারতের এই প্রচেষ্টাকে গুরুতর খাদ্য সংকটের সম্মুখীন আফগানিস্তানের জনগণকে খাদ্য দিয়ে সাহায্যের জন্য উদার প্রচেষ্টা বলে প্রশংসা করেছে। পাশাপাশি ভারতকে ধন্যবাদ জানিয়ে এটিকে একটি 'ল্যান্ডমার্ক' চুক্তি বলেও অভিহিত করেছে WFP। চুক্তি অনুসারে, গম বোঝাই গাড়িগুলি পাকিস্তানের মাধ্যে দিয়ে আফগান সীমান্তে নিয়ে যাওয়া হবে এবং ২২ ফেব্রুয়ারি কান্দাহারে ডব্লিউএফপি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

পরে ১০ হাজার মেট্রিক টনের পাঁচটি ব্যাচে ভাগ করে সারা আফগানিস্তানে বিতরণ করা হবে এই খাদ্যশস্য। WFP পরিচালিত ২০০টি ট্রাক আফগানিস্তানের অভ্যন্তরে নিজস্ব লজিস্টিক নেটওয়ার্ক চালায়, বিভিন্ন সমাজের গোষ্ঠীগুলির সঙ্গে অংশীদারিত্ব মাধ্যমে। সম্প্রতি অপুষ্টির সম্মুখীন জনসংখ্যার জন্য পর্যাপ্ত খাদ্য এবং সহায়তার চেয়ে একটি বিশ্বব্যাপী প্রচারাভিযান চালু করেছে WFP, যার আনুমানিক অর্ধেক জনসংখ্যা ( যা কিনা প্রায় ২২ মিলিয়ন) আফগান।

ডব্লিউএফপি-এর ইন্ডিয়া কান্ট্রি ডিরেক্টর বিশ্ব পারাজুলি সংবাদমাধ্যমকে বলেছেন,সামনে আমাদের প্রচুর কাজ রয়েছে। গম বোঝাই ট্রাকগুলি ঠিকমতো গণনা করা এর মধ্যে একটি৷ ৫০ হাজার মেট্রিক টনের প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মহামারীর সময়ে, এবং আমরা আশাবাদী যে ভারত সরকার সম্ভব হলে আরও বেশি শস্য আফগানিস্তানে পাঠাবে৷

English summary
India will send 50,000 metric tons of wheat to Afghanistan in the interest of humanity
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X