For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের উপর কাটসা চাপানো চলবে না, আমেরিকাকে সাফ জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক

রাশিয়ার সামরিক রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে ৩৯০০০ কোটি টাকার এস -৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি এগিয়ে নিয়ে যাবে।

Google Oneindia Bengali News

আমেরিকা যতই রুষ্ট হোক, ভারত রাশিয়ার থেকে ৩৯ হাজার কোটি টাকার বিনিময়ে ৫ টি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কিনবেই। শুক্রবার একথা সাফ জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। রুশ অস্ত্র ক্রয়ে আমেরিকা নিষেধাজ্ঞামূলক কাটসা আইন জারির বহু আগেই এব্যাপারে ভারত চুক্তি প্রায় পাকা করে ফেলেছিল।

ভারতের উপর মার্কিন আইন কাটসা চাপানো চলবে না

গত বেশ কয়েকবছর ধরেই রাশিয়ার সঙ্গে ভারত এস-৪০০ কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছিল। কিন্তু সম্প্রতি আমেরিকা রুশ অস্ত্র ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস বা কাটসা আইন জারি করে। নয়াদিল্লির সঙ্গে এমনিতে ওয়াশিংটনের সম্পর্ক ভাল। তাই এরপরও ভারত রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি এগিয়ে নিয়ে যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।

কিন্তু সব জল্পনার অবসান ঘটলেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি এদিন জানান, 'বিষয়টি আমেরিকা বা রাশিয়ার মধ্যে একটি দেশকে বেছে নেওয়া নয়। ভারতে যে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল এসেছিলেন তাঁদেরও আমি জানিয়ে দিয়েছি, রাশিয়ার সঙ্গে বহু বছর ধরে আমাদের সামরিক সহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক সম্পর্ক রয়েছে।'

কাটসা আইনকেও পাত্তা দিতে চাননি সীতারমন। তাঁর মতে এটা আমেরিকার জারি করা আইন, রাষ্ট্র সঙ্ঘের নয়, যে মানতেই হবে। কাটসা আইনের মতো বেশ কিছু বিষয় নিয়ে ভারত-মার্কিন ২+২ বৈঠক, অর্থাৎ প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকের যৌথ দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এর আগে ভারতের আমদানী শুল্ক বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশে এই বৈঠক স্থগিত করেছিল আমেরিকা। তবে সেপ্টেম্বরের শুরুতে ওই বৈঠক হবে।

আমেরিকার সেক্রেটারি অব ডিফেন্স জিম ম্যাতিস, ও সেক্রেটারি অব স্টেট মাইক পম্পেও দুজনেই অবশ্য কাটসা আইন ভারতের মতো দেশের উপরে চাপাতে নারাজ। ভারত এমুহুর্তে উপমহাদেশে আমেরিকার প্রধান মিত্র দেশ। কিন্তু ভারত ও রাশিয়ার মধ্যে প্রায় ১২ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি রয়েছে। এছাড়াও সামরিক বিভিন্ন বিষয়ে রুশদের উপর ভারত মির্ভরশীল। কাজেই আমেরিকার জাতীয় নিরাপত্তার খাতিরেই ভারতের মতো কয়েকটি দেশকে কাটসার আওতা থেকে বাদ দেওয়ার পক্ষপাতি তাঁরা।

English summary
India will go ahead with Rs 39000 crore S-400 missile deal with Russia despite US sanctions on Russian military exports.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X