For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাক পরমাণু অস্ত্র ঘাঁটি যৌথ অভিযানে ধংস করুর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র',বললেন এই বিশিষ্ট মার্কিনি

পাকিস্তানের পরমাণু অস্ত্র ঘাঁটি ভাঙতে ইন্দো-মার্কিন যৌথ উদ্যোগের ডাক দিলেন প্রাক্তন মার্কিন সেনেটর ল্যারি প্রেসলার।

  • |
Google Oneindia Bengali News

সন্ত্রাসবাদ ইস্যুতে ক্রমাগত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। আগেই মার্কিন সংস্থা পাকিস্তানে পরমাণু অস্ত্রঘাঁটি তে জঙ্গিদের কব্জা করার আশঙ্কা প্রকাশ করেছিল। এবার সেই জায়গা থেকে একধাপ এগিয়ে পাকিস্তানের পরমাণু অস্ত্র ঘাঁটি ভাঙতে ইন্দো-মার্কিন যৌথ অভিযানের ডাক দিলেন প্রাক্তন মার্কিন সেনেটর ল্যারি প্রেসলার।

'পাক পরমাণু অস্ত্র ঘাঁটি যৌথ অভিযানে ধংস করুর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র' , বললেন এই মার্কিন রাজনীত

প্রাক্তন মার্কিন সেনেটার ল্যারি প্রেসলারের মতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে হানা দিক পাকিস্তানে। যাতে তাদের পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংস করে দেওয়া যায়। পাশাপাশি তিনি এও বলেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে কড়া মনোভাব দেখাচ্ছেন তাতে, ভারতের জন্য় তিনি শ্রেষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট প্রমাণিত হতে চলেছেন।

ল্যারি প্রেসলার বলেন, 'পাকিস্তানের জন্য় সমস্ত মার্কিনি সাহায্য বন্ধ করে দেওয়া হোক। ভারত ও পাকিস্তানকে কখনোই একই নজরে দেখা উচিত নয়। ভারতের গণতন্ত্র আছে। পাকিস্তানের নেই।পাকিস্তান ও বিশেষত আইএসআই আমাদের মিথ্যে কথা বলেছে।' প্রেসলারের লেখা বই 'নেবারস ইন আর্মস'-এর প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি।

৭৫ বছরে এই মার্কিন রাজনীতিক ২০১৬ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে হিলারি ক্লিন্টনকে সমর্থন করেছিলেন। সেই ব্যাক্তিত্বর মুখেই ভারত-পাকিস্তান অবস্থান নিয়ে ট্রাম্পের গুণগান অনেকটাই আশ্চর্য করেছে অনেককে। পাশাপাশি, তিনি পাকিস্তান ইস্যুতে মোদী সরকারের অবস্থানেরও ভূয়সী প্রশংসা করেন ।

English summary
Suggesting that both India and the US conduct pre-emptive strikes inside Pakistan to destroy its nuclear sites (where weapons have either already been stored or are being made), former US Senator Larry Pressler told TOI on Monday that Donald Trump may turn out to be the best American president yet for India as he had recently put Pakistan on notice for harbouring terrorists.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X