For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গিদের পেনশন দেয় পাকিস্তান, বড় বড় লেকচার বন্ধ করুন ইমরান খান, রাষ্ট্রপুঞ্জে হুঙ্কার ভারতের

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত।

  • |
Google Oneindia Bengali News

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যকে হাতিয়ার করে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের প্রথম সচিব বিদিশা মৈত্র এদিন রাইট টু রিপ্লাই অধিকার প্রয়োগ করে পাকিস্তানকে জবাব দেন। সেখানে ইমরান খান যে একজন রাষ্ট্রনেতা নয় বরং অবিবেচকের মতো কথা বলছেন তা স্পষ্ট করে দিয়েছে ভারত।

বিদিশার আক্রমণ

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিদিশা মৈত্র বলেছেন, ভারত বিশ্বাস করে রাষ্ট্রপুঞ্জের পোডিয়াম থেকে যে বক্তব্য রাখা হয়েছে তার ঐতিহাসিক গুরুত্ব ও ওজন রয়েছে। তবে দুর্ভাগ্যবশত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যেভাবে গোটা বিষয়টি উপস্থাপন করলেন তাতে তিনি বিভেদের রাজনীতি করেছেন

পাকিস্তানকে তোপ

ইমরান খান তাঁর বক্তব্যে রাষ্ট্রপুঞ্জের পরিদর্শকদের আহ্বান জানিয়ে বলেছেন, সে দেশে কোনও জঙ্গি সংগঠন নেই। তারা যেন এসে তা দেখে যান। এই প্রসঙ্গেই ভারত বলেছে, পাকিস্তান কি স্বীকার করবে যে তারাই একমাত্র দেশ যারা রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকায় থাকা ব্যক্তি ও সংগঠনকে পেনশন দেয়?

লাদেনের আশ্রয়দাতা পাকিস্তান

লাদেনের আশ্রয়দাতা পাকিস্তান

পাকিস্তান কি স্বীকার করবে তারা ওসামা বিন লাদেনের মতো জঙ্গিদের রক্ষা করে এসেছে?
পাকিস্তান এমন একটা দেশ যারা সন্ত্রাসবাদকে শিল্পে পরিণত করেছে। সেদেশের সংখ্যালঘু জনসংখ্যাকে সাত দশকে ২৩ থেকে নামিয়ে ৩ শতাংশে নামিয়ে নিয়ে এসেছে। আর তারা এখন কাশ্মীর নিয়ে যে লেকচার দিচ্ছে তা কোনওভাবেই তাদের মানায় না।

অবিবেচক ইমরান

অবিবেচক ইমরান

ইমরান রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, দুটি পরমাণু শক্তিধর দেশ যদি লড়াই করে তাহলে তার ফলাফল মারাত্মক হতে পারে। এই প্রসঙ্গে ভারত ইমরানকে আক্রমণ করে বলেছে, তিনি এককালে ক্রিকেটার ছিলেন। এবং ভদ্রলোকের খেলায় বিশ্বাস করতেন। ফলে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে তার বক্তব্য একেবারেই অশোভন।

[ মানবাধিকার নিয়ে লেকচার মানায় না পাকিস্তানের,রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের গর্জে উঠল ভারত][ মানবাধিকার নিয়ে লেকচার মানায় না পাকিস্তানের,রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের গর্জে উঠল ভারত]

[রাষ্ট্রপুঞ্জে ইমরানের বক্তব্যকে হাতিয়ার করে ফের পাকিস্তানের দেউলিয়া মনোভাবের পর্দাফাঁস করল ভারত][রাষ্ট্রপুঞ্জে ইমরানের বক্তব্যকে হাতিয়ার করে ফের পাকিস্তানের দেউলিয়া মনোভাবের পর্দাফাঁস করল ভারত]

English summary
India unmasks Pakistan on terrorism issue at UNGA session after sought reply on Imran Khan speech
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X