কুলভূষণ মামলায় পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় ভারতের! চাপের মুখে নতমস্তক ইসলামাবাদ
ভারতে ক্রমাগত চাপের মুখে ফের মাথা নোয়াতে বাদ্ধ হল পাকিস্তান। কুলভূষণ যাদবকে দ্বিতীয়বারের জন্য কনসুলার অ্যাকসেস দিচ্ছে পাকিস্তান। দুই ঘণ্টার জন্য ভারতীয় হাইকমিশনারের সদস্যদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হবে। কুলভূষণকে বাঁচাতে বদ্ধপরিকর ভারত। পাকিস্তানের মুখোশ খুলতে নিঃশর্ত অ্যকসেসের দাবি জানিয়েছিল ভারত। সেই চাপে এবার পাকিস্তান নতমস্তক হতে বাধ্য হয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার
গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের মিলিটারি কোর্টে কুলভূষণকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর থেকেই দিল্লির তরফ থেকে জোরদার বিরোধিতা করা শুরু হয়েছিল। আন্তর্জাতিক আদালত পর্যন্ত মামলায় হস্তক্ষেপ করতে বাধ্য হয়৷ তবুও পাকিস্তান সম্প্রতি দাবি করে যে কুলভূষণ তাঁর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার আর্জি জানাতে চায় না। এরপরই ইসলামাবাদের মুখোশ খুলতে উঠে পড়ে লাগে ভারত।

ভারতীয় বিদেশমন্ত্রকের বিবৃতি
এর আগে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়, যেভাবে কুলভূষণ যাদবের মামলার রায় এসেছে তা একপ্রকার প্রহসন৷ তারপর ইসলামাবাদের দাবি উড়িয়ে দিল্লি বলে, 'মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার আর্জি করেননি কুলভূষণ যাদব৷ তিনি সাজা মুকুবের আবেদন করতে চাইছেন৷' এই আবহে এবারে নিঃশর্ত ভাবে কুলভূষণের কাছে কনসুলার অ্যাকসেস চাইল ভারত।

আন্তর্জাতিক আদালত নির্দেশ
এর আগে আন্তর্জাতিক আদালত নির্দেশ দিয়েছিল, কুলভূষণের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার সময়ে ভারতেরও প্রতিনিধিত্ব থাকতে হবে৷ এরপর কেটে গেছে প্রায় এক বছর৷ এই অবস্থায় ইসলামাবাদের থেকে এমন দাবি নিছক একটা পরিহাস বলেই মনে করছে দিল্লি৷ আর পাকিস্তানের এই চাল নষ্ট করতে এবং ইসলামাবাদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতেই কনসুলার অ্যাকসেস দাবি জানিয়েছে দিল্লি।

বিগত চার বছর ধরে যে নাটক চলে আসছে
দিল্লির বক্তব্য, বিগত চার বছর ধরে যে নাটক চলে আসছে, তাই চালিয়ে যেতে চাইছে পাকিস্তান৷ কুলভূষণকে যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তা প্রহসন ৷ তাঁকে পাকিস্তানের সেনা হেপাজতে রাখা হয়েছে ৷ তিনি যাতে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার আর্জি না করেন, সে জন্য নিশ্চয়ই তাঁর উপর চাপ তৈরি করা হয়েছে৷

বিহার নির্বাচনের মুখে জলে পড়ল ভোটের টোপ! উদ্বোধন হতেই ভাঙল নীতীশের ২৬০ কোটির ব্রিজ