For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৈত্রীর বার্তা দু'তরফেই, ১৭ টি চুক্তি সই, ভারতকে ৩৬ টি যুদ্ধবিমানও সরবরাহ করবে ফ্রান্স

  • |
Google Oneindia Bengali News

প্যারিস, ১১ এপ্রিল : ফ্রান্ত সফরে গিয়ে প্রতিরক্ষা, সন্ত্রাসদমন, পরিকাঠামো উন্নয়ন, পরমাণু চুল্লি নির্মাণ ও পর্যটন সহ মোট ১৭টি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা বলে ফ্রান্সের সঙ্গে চুক্তি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকাল নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওল্যঁদের মধ্যে চুক্তি সই হয়। এছাড়াও দিল্লিকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান দিতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী যাতে রাজি হয়েছে প্যারিস। এছাড়াও ভারতে ২ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন ফ্রাঁসোয়া ওল্যঁদ।

মৈত্রীর বার্তা দু'তরফেই, ১৭ টি চুক্তি সই, ভারতকে ৩৬ টি যুদ্ধবিমানও সরবরাহ করবে ফ্রান্স


নরেন্দ্র মোদী বলেন, "জরুরি নানা কাজে ভারতের যুদ্ধবিমান প্রয়োজন। আমি ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি এবং তাঁকে অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব দুই সরকারের মধ্যে চুক্তি করে বিমানগুলি আমাদের দিতে।"

জানা গিয়েছে, মহারাষ্ট্রের জায়তাপুরে ফরাসি সংস্থা আরিভার ৬টি পরমাণু চুল্লি তৈরির কথা হয়েছে। এর ফলে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুত উত্‍পন্ন হবে। এছাড়াও ভারতীয় পর্যটকদের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে ফরাসি ভিসা দেওয়ার ব্যাপারেও কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের। এতেও ফরাসি সম্মতি পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে প্যারিসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন তিনি। সিন নদীর উপর যাত্রা করেন দুইদেশের আমন্ত্রিত সদস্যরা। এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে দুদেশের দীর্ঘ সু'সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার কথা উল্লেখ করেন দুই দেশের প্রধানই।

English summary
India to buy 36 Rafale jets in fly-away shape, says PM Modi in France
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X