For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তান সফর নিয়ে শ্রীলঙ্কাকে হুমকি দিয়েছে ভারত'! পাক মন্ত্রী ফাওয়াদের নয়া দাবি ক্রিকেট নিয়ে

১০ জন শ্রীলঙ্কার ক্রিকেটার নিজেদের সরিয়ে নিয়েছেন আসন্ন পাকিস্তান সফর থেকে। যার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বড় সড় ধাক্কা খেয়েছে।

  • |
Google Oneindia Bengali News

১০ জন শ্রীলঙ্কার ক্রিকেটার নিজেদের সরিয়ে নিয়েছেন আসন্ন পাকিস্তান সফর থেকে। যার ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড বড় সড় ধাক্কা খেয়েছে। এই সিদ্ধান্ত ওই ১০ জন ক্রিকেটারের সঙ্গে কথা বলেই নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকোট বোর্ড। আর শ্রীলঙ্কা ও পাকিস্তানের দ্বিপাক্ষিক এই বিষয়তেও ভারতের প্রসঙ্গ আনতে ছাড়লেন না পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। 'ইসরো' নিয়ে তাঁর টুইটে 'স্যাটেলাইট' বানান ভুলের পর , শ্রীলঙ্কা-পাকিস্তান নিয়ে তাঁর সাম্প্রতিক টুইটেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক মশকরা চলছে।

ফাওয়াদ চৌধুরীর দাবি

ফাওয়াদ চৌধুরীর দাবি

পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর এবার শ্রীলঙ্কা- পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট নিয়েও রীতিমতো ক্ষুব্ধ ভারতের ওপর। পাকিস্তানের মন্ত্রীর দাবি, 'কিছু স্পোর্টস কমেন্টেটর আমায় বলেছেন, শ্রীলঙ্কার ক্রিকেটারদের হুমকি দিয়েছে ভারত, যেখানে বলা হয়েছে পাকিস্তান সফরে গেলে আইপিএল খেলতে দেওয়া হবে না। এটা খুব নিচু মানের রণনীতি..... '

 শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাক সফরে অনীহা

শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাক সফরে অনীহা

দীনেশ চাণ্ডিমাল, লসিথ মালিঙ্গা, নিরোশান ডিকওয়েলে, ধনঞ্জয় ডি সিলভারা জানিয়ে দিয়েছেন, তাঁরা কিছুতেই যেতে চান না পাকিস্তানে। আর এর নেপথ্যে রয়েছে নিরাপত্তা জনিত কারণ। শ্রীলঙ্কার ক্রিকেটারদের নিরাপত্তা উপদেষ্টা মার্শাল এয়ার রোশন গুনে তিলকে ক্রিকেটারদের যদিও পাকিস্তানে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা কেমন হবে , তা নিয়ে অবহিত করেছেন তবে তাতেও মন গলেনি ক্রিকেটারদের।

 পাকিস্তানে ২০০৯ এর ভয়াবহ স্মৃতি

পাকিস্তানে ২০০৯ এর ভয়াবহ স্মৃতি

পাকিস্তানে এর আগে, ২০০৯ সালে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। যে ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সঙ্গকারা, মাহেলা জয়াবর্ধনের মতো শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সেই ঘটনার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধ ছিল। এরপর ১০ বছর বাদে পাকিস্তানে আয়োজিত হতে চলেছিল শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজ। তবে তাতেও শেষ মুহূর্তে বাধ সাধল পাাকিস্তানের নিরাপত্তার খামতি।

<strong>[আরও পড়ন:মিগ ২১ -এর জায়গায় রাফালে! নতুন সাজে বিমান বাহিনীর 'গোল্ডেন অ্যারোজ' স্কোয়াড্রন]</strong>[আরও পড়ন:মিগ ২১ -এর জায়গায় রাফালে! নতুন সাজে বিমান বাহিনীর 'গোল্ডেন অ্যারোজ' স্কোয়াড্রন]

[আরও পড়ুন: কাশ্মীর নিয়ে পাকিস্তান-চিনের যৌথ বিবৃতি পত্রপাঠ খারিজ ভারতের][আরও পড়ুন: কাশ্মীর নিয়ে পাকিস্তান-চিনের যৌথ বিবৃতি পত্রপাঠ খারিজ ভারতের]

English summary
India threatened Srilankan Cricketers to pull out from pak tour says Pakistani minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X