পাকিস্তানের সঙ্গে কুটনৈতিক আলোচনা শুরু ভারতের, কুলভূষণ মামলায় জল গড়াচ্ছে কোন দিকে?
কুটনৈতিক ভাবে কুলভূষণ যাদবের মামলার নিষ্পত্তির জন্য পাকিস্তানের সঙ্গে কথা শুরু করল ভারত। পাশাপাশি এই ক্ষেত্রে ব্যক-চ্যেনেলিংয়েরও একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে ২০১৬ সালের ৩ রা মার্চ কুলভূষণ যাদবকে প্রেফতার করার দাবি করে এসেছে পাকিস্তান।

পাকিস্তান কারাগারে বন্দি প্রাক্তন নৌ কর্মকর্তা কুলভূষণ যাদব
এদিকে পাকিস্তান কারাগারে বন্দি ভারতীয় নাগরিক তথা প্রাক্তন নৌ কর্মকর্তা কুলভূষণ যাদবকে দেশে ফিরিয়ে আনতে ব্যাক-চ্যানেল থেকে সরকারকে বোঝানোর প্রচেষ্টা চলছে। আর এই কাজে অংশ নিয়েছেন ভারতের প্রাক্তন সলিসিটার জেনারেল হরিশ সালভে।

ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে
এর আগে কুলভূষণ যাদবকে কনসুলার অ্যাকসেস না দেওয়ায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করার অভিযোগ এনে আইসিজে (আন্তর্জাতিক ন্যায় আদালত)-র দ্বারস্থ হয়েছিল ভারত । গতবছরের ১৭ জুলাই ভারতের পক্ষে রায় দেয় আইসিজে । ভারতের দাবি মেনে নিয়ে কুলভূষণকে কনসুলার অ্যাকসেস দিতে বলা হয় পাকিস্তানকে।

কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ
এরপরই পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আইসিজে-র সিদ্ধান্ত মেনে, ভিয়েনা কনভেনশনের ৩৬ ধারা, অনুচ্ছেদ ১(বি)-র অধিকার সম্পর্কে কুলভূষণকে জানানো হয়েছে। একটি দায়িত্ববান দেশ হিসেবে পাকিস্তান কুলভূষণকে কনসুলার অ্যাকসেস প্রদান করবে। এছাড়াও আসিজে জানায়, কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না ইসলামাবাদ।

কুলভূষণ যাদবকে চাপ দিচ্ছে পাকিস্তান
তবে গতবছরের ২ সেপ্টেম্বর কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়া। সেই সাক্ষাতের প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতি দিয়ে বলে, আমাদের কাছে স্পষ্ট যে, কুলভূষণের উপর পাকিস্তান যথেষ্ট চাপ দিচ্ছে।
