For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রসংঘে বুরহান ওয়ানি কে শহিদ আখ্যা নওয়াজের, কড়া সমালোচনা ভারতের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর : উরিতে জঙ্গি হামলার পরে কোনঠাসা পাকিস্তান। সমালোচনা এড়াতে তাই রাষ্ট্রসংঘের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উরি অস্বস্তি কাটাতে কাশ্মীর ইস্যু নিয়ে সহানুভুতি আদায়ের বৃথা চেষ্টা চালালেন। রাষ্ট্রসংঘের অধিবেশনের বক্তৃতায় পাক প্রধানমন্ত্রী হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানিকে আরও একবার শহিদ আখ্যা দেন। এখানেই না থেমে নওয়াজ শরিফ বলেন কাশ্মীরে ভারতীয় সেনা সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। এই সব ঘটনা বন্ধের দাবি জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। [গোটা বিশ্ব থেকে পাকিস্তানকে আলাদা করার কূটনৈতিক অবস্থান নেবে ভারত]

নওয়াজ শরিফের এই বক্তব্যে সামনে আসার পরেই ভারতের পক্ষ থেকেও এর যোগ্য জবাব দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিকাশ স্বরূপ সাফ জানান, " জঙ্গি বুরহান ওয়ানিকে শহিদ আখ্যা দেওয়ার মাধ্যমেই প্রমান করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ওতোপ্রতো ভাবে জড়িয়ে রয়েছে। " বিকাশ স্বরূপ টুইট বার্তায় নওয়াজ শরিফের মন্তব্যের সমালোচনার পাশাপাশি সাংবাদিক বৈঠকে জানান, সন্ত্রাসবাদ আলোচনা দুটো কখনই এক সঙ্গে চলতে পারে না। [উরি হামলার জঙ্গিরা পাকিস্তান থেকে এসেই হামলা চালিয়েছে, এই তার প্রমাণ!]

রাষ্ট্রসংঘে বুরহান ওয়ানি কে শহিদ আখ্য নওয়াজের, কড়া সমালোচনা ভারতের

ভারতের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবরও নওয়াজ শরিফের কড়া সমালোচনা করে বলেন, বুরহান ওয়ানির মতো জঙ্গির প্রশংসা করে পাকিস্তান নিজেদের আসল চেহারাটাই প্রকাশ্যে নিয়ে এসেছে। পাশাশাপি এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে আলোচনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে এম জে আকবর বলেন, "একহাতে বন্দুক ধরে মুথে আলোচনার কথা বলা দুটো একসঙ্গে চলতে পারে না।" ['শহিদ' আখ্যা দিয়ে জঙ্গি বুরহানের পোস্টারে মুড়ল পাকিস্তানের ট্রেন]

কাশ্মীরের পরিস্তিতি নিয়ে পাকিস্তান সব সময়েই রাজনাতি করতে চেয়েছে। জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কাশ্মীরে অশাম্তি ছড়াতে বিচ্ছিন্নতাবাদী নেতাদের অর্থ এবং মদত জোগানোর একাধিক তথ্য প্রমান রয়েছে ভারতীয় গোয়েন্দাদের হাতে। এইসব তথ্য প্রমান একত্রিত করলে পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক প্রাকাশ্যে এসে যায় প্রতিবার।

English summary
India Slams Nawaz Sharif's UN Speech, Says Burhan Wani Reference Shocking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X