For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের সেই পুরনো মিথ্যাচারের স্ক্রিপ্ট, পুলওয়ামা নিয়ে ইমরানের দ্বিচারিতায় আক্রমণ ভারতের

পুলওয়ামার জঙ্গি হামলাকে নিছক একটি ঘটনা বলে উল্লেখ করে ভারতের কাছে নতুন করে প্রমাণ চেয়েছে পাকিস্তান।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামার জঙ্গি হামলাকে নিছক একটি ঘটনা বলে উল্লেখ করে ভারতের কাছে নতুন করে প্রমাণ চেয়েছে পাকিস্তান। একইসঙ্গে জানিয়েছে, এই ধরনের ঘটনার পর পাকিস্তান গুরুত্ব দিয়ে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে তদন্ত চালিয়েছে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে আরও প্রমাণ প্রয়োজন।

পুলওয়ামা নিয়ে ইমরানের দ্বিচারিতায় আক্রমণ ভারতের

এই দ্বিচারিতার পরই ফের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পুলওয়ামার জঙ্গি হামলা ঘটিয়েছে সেদেশে বসে থাকা মৌলানা মাসুদ আজহারের জঙ্গি সংগঠন জঈশ ই মহম্মদ। ভারত তা নিয়ে প্রমাণ দিলেও পাকিস্তান তা মানতে চায়নি। একইসঙ্গে জানিয়েছে, যে ২২টি জায়গায় জঙ্গি ঘাঁটির কথা ভারত উল্লেখ করেছে, সেখানে কোনও এমন ঘাঁটি নেই।

এই রিপোর্ট পাকিস্তানে থাকা ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার হাতে পাকিস্তান তুলে দিয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের মাটিতে এমন কোনও জঙ্গি সংগঠন নেই।

যা হাতে পাওয়ার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। বলেছে, ভারত পাকিস্তানের আচরণে অসন্তুষ্ট। পুলওয়ামায় হামলা নিয়ে জঈশের সম্পর্কে সমস্ত তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া কোথায় কোথায় পাকিস্তানের জঙ্গি সংগঠন কাজ করছে সেটাও জানানো হয়েছে। তা সত্ত্বেও পাকিস্তান যা করেছে তাতে ভারত আশ্চর্য হয়নি। ২০০৮ মুম্বই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলার পর পাকিস্তান যা করেছিল, সেই পুরনো স্ক্রিপ্টই আওড়ে মিথ্যাচার করেছে।

পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি সেনা কনভয়ে জঈশ ই মহম্মদ জঙ্গিগোষ্ঠী আত্মঘাতী হামলা চালায়। তাতে ৪০ জনের বেশি জওয়ান শহিদ হন। গত কয়েক দশকে সেনার ওপরে এটাই সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনা হিসাবে উঠে এসেছে।

তবে এই নাশকতাকে শুধুমাত্র একটি 'ঘটনা' বলে উল্লেখ করে ভারতের হাতে কিছু তথ্য তুলে দিয়েছে পাকিস্তান। এই ঘটনাকে কোনওভাবেই জঙ্গি হামলা বলতে রাজি নয় পাকিস্তান।

English summary
India slam Pakistan’s response to Pulwama Dossier, says its a same old script
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X