For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে 'ডিএসকালেশন' প্রসঙ্গে লালফৌজের তরফে এল বড় বার্তা, বেজিংয়ের স্টান্সে জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

লাদাখ জট কাটাতে বারবারই সোজাসুজি স্টান্স নিয়ে এগিয়েছে ভারত। চিনকে মুখের ওপর জবাব দিয়ে ভারত বুঝিয়ে দিয়েছে নিজের কড়া অবস্থান। এদিকে, লাদাখে সংঘাত মেটাতে চিন-ভারত দুই তরফেই একাধিক বৈঠকে বসা হয়েছে। সাম্প্রতিক এক বৈঠক ঘিরে ব্যাপক জল্পনা ও কৌতূহলের পারদ চড়ে। দীর্ঘ বৈঠকের পরেও সমাধান সূত্র মেলেনি। তবে তারই মাঝে চিনের তরফে আসা বার্তা ঘিরে চড়েছে জল্পনা।

লাদাখ ও চিন-ভারত সংঘাত

লাদাখ ও চিন-ভারত সংঘাত

লাদাখ ঘিরে চিন -ভারত সংঘাতের মাঝে দুই দেশের হাইভোল্টেজ বৈঠক হয়। সেখানে ডেপসাং, হটস্প্রিং এবং গোগরা থেকে সেনা প্রত্যাহার করার ভারতীয় সেনার প্রস্তাব খারিজ করে দেয় চিনা সেনা। গত বছরের মে মাস থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের মধ্যে সংঘাত লেগে রয়েছে৷ একাধিকবার দুই পক্ষের সেনার মধ্যে আলোচনা হয়েছে৷ কিন্তু চিনের অনড় মনোভাবের জন্য সমস্যার সমাধানের পথে বারবার বাধা পড়ছিল৷ শেষপর্যন্ত ফেব্রুয়ারিতে সমস্যার কিছুটা সমাধান হলেও পুরো সমাধান সূত্র এখনও অধরা।

আরও এক মে মাস আসন্ন!

আরও এক মে মাস আসন্ন!

মূলত, শীতকালীন যুদ্ধে ভারতের যুদ্ধনীতির সঙ্গে পেরে উঠবে না ভেবেই পিছিয়ে যায় চিনের সেনা। এমন বার্তা দিয়েছেন বহু বিশ্লেষক। এদিকে, দেখা যাচ্ছে, শীতকালীন সময়ে দুই দেশের বৈঠকের মধ্যে চিন যেমন মনোভাব দেখায় , শীতকাল কাটতেই সেই তালে খানিকটা পতন এসেছে। উল্লেখ্য, গতবছর মে মাসেই চিনের তরফে লাদাখের বুকে আগ্রাসন দেখা যায়। তারপর আসছে আরও একটি মে মাস। এমন অবস্থায় বেজিংয়ের স্টান্স নিয়ে জল্পনা শুরু হয়েছে।

 চিনের বার্তা

চিনের বার্তা

এক প্রেস বিবৃতিতে ডিএসকালেশন নিয়ে চিন জানিয়েছে, সেনা প্রত্যাহার সম্পর্কিত লাদাখে যে বর্তমান পরিস্থিতি তা 'লালন' করুক ভারত। প্রসঙ্গত, লাদাখে ডেপসাং সহ একাধিক এলাকা থেকে সেনা প্রত্যাহার নিয়ে ভারতের প্রস্তাব চিন খারিজ করার পর থেকেই চড়েছে পারদ। শুক্রবার চুশুলে ১৩ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর চিনের বিবৃতি নিঃসন্দেহে বড় ঘটনা।

 চিন কী জানিয়েছে?

চিন কী জানিয়েছে?

লাদাখ যেভাবে শান্তিপূর্ণ পরিস্থিতির দিকে এগিয়েছে, তা নিয়ে খুশি থাকুক ভারত। বিশেষত সীমান্তে সেনা প্রত্যাহার নিয়ে যে পরিস্থিতি তা ভারতকে 'লালন' করার কথা বলে বেজিং। যে বক্তব্য ঘিরে একাধিক জল্পনা দানা বাঁধছে। চিনের দাবি পূর্ববর্তী বৈঠক ও আলোচনার পর দই দেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে। যাতে সীমান্তে শান্তি বজায় থাকে।

English summary
India should cherish 'current positive trend' of de-escalation in eastern Ladakh says China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X