For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী ২৯শে অক্টোবর হতে চলেছে ভারত-সৌদি দ্বি-পাক্ষিক বৈঠক

  • |
Google Oneindia Bengali News

হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন সম্পন্ন হতেই আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৯শে অক্টোবর আরবের রিয়াধে হতে চলা ভারত-সৌদি আরবের সহযোগিতা পরিষদের প্রথম বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

আগামী ২৯শে অক্টোবর হতে চলেছে ভারত-সৌদি দ্বি-পাক্ষিক বৈঠক

সূত্রের খবর, চলতি মাসের ২৮ তারিখ তাঁর রিয়াধের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি সৌদি আরবের সপ্তম বার্ষিক বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে যোগদানের পূর্বে সৌদি রাজা সালমান বিন আবদুলাজিজের সঙ্গে দেখা করবেন। ওই দিনের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের অভ্যন্তরীণ সম্পর্ক জোরদারের পাশাপাশি কিছু মউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

কিছুদিন আগেই আরব সফরে গিয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক সংক্রান্ত আগাম সমস্ত কাজকর্মই মিটিয়ে আসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ইতিমধ্যেই ভারতে পরিকাঠামো গত উন্নয়নের পাশাপাশি কৃষি, খনিজ, শক্তি, ও তেল প্রকল্পে প্রচুর মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেত মিলেছে সৌদির তরফ থেকে। সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন সৌদির যুবরাজে মোহাম্মদ বিন সালমানও। মৌলবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলার প্রসঙ্গে মোদী ও সৌদি যুবরাজের মধ্যে ওই দিন বিশদে আলোচনা হতে পারে বলেও জানা যাচ্ছে।

এছাড়াও ভারতের ডিজিট্যাল পেমেন্ট ব্যবস্থার উন্নতির পাশাপাশি ই-মাইগ্রেশন নিয়েও ওইদিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গেও দুই রাষ্ট্র প্রধানের মধ্যে ওই দিনের বৈঠকে আলোচনা হতে পারে। আগামী বছরের জানুয়ারি মাসে দুই দেশের নৌসেনার যৌথ মহড়ার কথাও ইতিমধ্যে ঠিক হয়েছে। অন্যদিকে বিদেশ মন্ত্রকের তরফে ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ টিএস তিরুমূর্তি জানান জম্মু-কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব।

English summary
The Modi-Salman meeting may also raise the issue of terrorism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X