For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক আঙিনায় প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ১০ পা পিছিয়ে গেল ভারত! নয়া রিপোর্ট ঘিরে শঙ্কার মেঘ

  • |
Google Oneindia Bengali News

'অ্যানুয়াল গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্স' এর রিপোর্ট বলছে ব্রিকস ভুক্ত দেশের তালিকায় ভারত ১০ টি স্থান পিছলে গিয়ে আপাতত ৬৮ নম্বর স্থানে পৌঁছেছে। যা ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে খুব একটা স্বস্তির খবর নয়! গত বছরের পরিসংখ্যান বলছে , ভারত এর আগে ৫৮ নম্বর স্থানে ছিল এই তালিকায়। তবে এবার ১৪১ টি দেশের মধ্যে ভারত রয়েছে ৬৮ নম্বরে। দেখে নেওয়া যাক, জেনেভার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোন তথ্য তুলে ধরছে এই প্রসঙ্গে।

 সমীক্ষার রিপোর্টে ভারতের পরিস্থিতি

সমীক্ষার রিপোর্টে ভারতের পরিস্থিতি

ভারতের আর্থিক মন্দার নেতিবাচক প্রভাব পড়ছে ভারতের উন্নয়নের জলছবিতে। এমনই দাবি রিপোর্টের। আর তার জেরে বিশ্ব আঙিনায় অর্থনীতির দিক দিয়ে প্রতিযোগিতা মূলক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে ভারত। যার ফলে গতবারের তুলনায় ১০ টি স্থান পিছিয়ে ব্রিকস তালিকাভুক্ত দেশগুলির মধ্যে ভারত বর্তমানে ৬৮ নম্বরে। ৭১ নম্বরে রয়েছে ব্রাজিল। উল্লেখ্য, এই দুটি দেশের আর্থিক মন্দার পরিস্থিতি নিয়েই রীতিমতো সতর্কবার্তা দিয়েছে আইএমএফ।

ব্রিকস ভুক্ত দেশের মধ্যে সবচেয়ে খারাপ 'পারফরমার'-এর তালিকায় ভারত

ব্রিকস ভুক্ত দেশের মধ্যে সবচেয়ে খারাপ 'পারফরমার'-এর তালিকায় ভারত


ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর তথ্য বলছে, প্রতিযোগিতা মূলক আর্থিক বাজারের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে এক নম্বর স্থানে রয়েছে সিঙ্গাপুর। সেখানে এশিয়ার অন্যতম উন্নয়নশীল দেশ হিসাবে ভারত রয়েছে ৬৮ তম স্থানে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে হংকং , চতুর্থস্থানে রয়েছে নেদারল্যান্ডস, পঞ্চম স্থানে রয়েছে সুইৎজারল্যান্ড।

ভারতের ব্যাঙ্কিং সিস্টেম ঘিরে অপরাধের ঘটনা

ভারতের ব্যাঙ্কিং সিস্টেম ঘিরে অপরাধের ঘটনা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফে জানানো হয়েছে, ভারতের ব্যাঙ্কিং সিস্টেমে যেভাবে দুর্নীতি অনুপ্রবেশ করেছে, তাতে ১৩০ কোটির দেশের অর্থনীতিতেও বেশ খানিকটা প্রভাব পড়েছে। তবে 'মাইক্রো ইকোনমির ' দিক থেকে ভারতের এই অবস্থান নিঃসন্দেহে ইতিবাচক বলে দাবি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের। তবে কর্পোরেট গর্ভনেন্সের দিক থেকে ভারত এখন ১৫ নম্বর স্থানে। এই পরিসংখ্যানও দিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের।

English summary
India’s rank slips on global competitiveness index to 68th place.The development suggests that the slowdown in the Indian economy is having a negative effect on the country's global rankings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X