For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের জিডিপি নিয়ে আরও ভয়াবহ বার্তা দিল বিশ্বব্যাঙ্ক

  • |
Google Oneindia Bengali News

ফের একবার ভারতের জিডিপি নিয়ে উদ্বেগের বার্তা দিল বিশ্বব্যাঙ্ক। ইতিমধ্যেই ভারতের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক নেই। এমন অবস্থায় জিডিপি খারাপের দিকে যাচ্ছিল। তারমধ্যে করোনার দাপটের জেরে ভারতে জিডিপির হার আরও কমতে শুরু করেছে।

ভারতের জিডিপি নিয়ে আরও ভয়াবহ বার্তা দিল বিশ্বব্যাঙ্ক

বিশ্বব্য়াঙ্ক জানিয়েছে, এই অর্থবর্ষে ভারতের জিডিপি ৯. ৬ শতাংশ সঙ্কুচিত হতে চলেছে। দেশ জোড়া করোনা লকডাউন এর নেপথ্যের বড় কারণ হিসাবে তুলে ধরেছে বিশ্বব্যাঙ্ক। বলা হচ্ছে লকডাউনের জেরে ববু কল কারখানা বন্ধ থাকায় পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যেতে থাকে। যার ফলে ভারতের আর্থিক দৈন্যদশা আরও প্রকট হতে থাকে। লকডাউনের জেরে বহু গৃহস্থেই অর্থ আসেনি। আর তারফলে জিডিপির হার কমতির দিকে গিয়েছে।

এদিকে, বিশ্বব্য়াঙ্ক জানিয়েছে, ২০২০ সালে খুবই ধারালো অর্থনৈতিক পতন বিশ্বের তাবড় অর্থনীতিগুলি দেখবে। ব্যাঙ্ক জানিয়েছে, আঞ্চলিক বৃদ্ধির হারও ৭.৭ শতাংশ সঙ্কুচিত হতে পারে। এমনই দাবি জানিয়েছে তারা। তবে ধীরে ধীরে ২০২১ সালে পরিস্থিতি খানিকটা স্বাভাবিকের দিকে যেতে পারে বলে খবর। এক্ষেত্রে জনসংখ্যান বিস্ফোরণ, প্রত্যেকের হাতে অর্থ , রোজগার এই সমস্ত বিষয়ে নজর রেখে তবেই পরিস্থিতি বদলের হিসাব দেওয়া যাবে।

English summary
India’s GDP will contract by 9.6% in this fiscal, says World Bank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X