For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের যে কোনও জঙ্গি উসকানির জবাব দ্রুত দিচ্ছে 'মোদী'র ভারত: US intelligence

পাকিস্তানের পক্ষ থেকে করা যে কোনও জঙ্গি উসকানির দ্রুত জবাব দিচ্ছে মোদীর ভারত৷ আর ভারতের এই পাল্টা দেওয়ার মনোভাব যে কোনও সময় দু'টি পারমানবিক শক্তিকে সম্মুখ সমরে নিয়ল আসতে পারে৷ এভাবেই মার্কিন কংগ্রেসে নিজেদের আশঙ্কা প্রকা

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানের পক্ষ থেকে করা যে কোনও জঙ্গি উসকানির দ্রুত জবাব দিচ্ছে মোদীর ভারত৷ আর ভারতের এই পাল্টা দেওয়ার মনোভাব যে কোনও সময় দু'টি পারমানবিক শক্তিকে সম্মুখ সমরে নিয়ল আসতে পারে৷ এভাবেই মার্কিন কংগ্রেসে নিজেদের আশঙ্কা প্রকাশ করল মার্কিন গোয়েন্দারা।

দাবি আমেরিকার

রিপোর্টে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে ভারত পাকিস্তানের যেকোনো বাস্তব বা অনুভূত উস্কানির বিরুদ্ধে সামরিক শক্তি সহ প্রত্যুত্তর দিচ্ছে৷ এবং মোদীরাজে আগামী দিনেও এরকম প্রত্যুত্তর দেওয়ার সম্ভাবনা অতীতের চেয়ে বেশি।

ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই) দ্বারা প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে শুধু পাকিস্তান নয় বিতর্কিত ভারত-চিন সীমান্তে উভয়পক্ষের সেনার সম্প্রসারন ও সামরিক ভঙ্গি দুটি পারমাণবিক শক্তির মধ্যে সশস্ত্র সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে তোলে। ভবিষ্যতে ভারত, পাকিস্তান, চিন যুদ্ধে জড়ালে তাতে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হতে এবং এরকম যুদ্ধ সরাসরি মার্কিন স্বার্থেরও পরিপন্থী।

মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভারত-বিরোধী জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করার দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপের ভারতে পাল্টা প্রতিক্রিয়া সম্ভাবনা অতীতের তুলনায় মোদীর ভারতে অনেকটাই বেশি। এবং কাশ্মীরে সহিংস অস্থিরতা বা ভারতে জঙ্গি হামলার ঘটনা এই সংঘাতের ঝুঁকি বাড়ায়।

প্রসঙ্গত ২০১৬ সালে ১৮ সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের উরির ভারতীয় সেনা ছাউনিতে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় ১৯ জন ভারতীয় সেনা শহিদ হন। এর ১০ দিন পর, প্রথমবারের জন্য পাকিস্তানে ঢুকে জঙ্গি ক্যাম্প ও লঞ্জপ্যাড ধ্বংসের পাশাপাশি কয়েক'শ জঙ্গি নিকেশ করে আসে ভারতীয় সেনার বিশেষ ফোর্স।

মোদী আমলে হওয়া এটিই ছিল ভারতের সবচেয়ে প্রথম ও কড়া প্রতিক্রিয় পাক-মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে৷ এরপর ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গি হামলায় ৪০জন ভারতীয় সেনা জওয়ান মারা যায়।

এর প্রায় ১২ দিনের মাথায় ভারতীয় বায়ু সেনার বিমান পাকিস্তানে ঢুকে বালাকোট এয়ার স্ট্রাইক করে একাধিক জঙ্গি ট্রেনিং ক্যাম্প ধ্বংস করে দেয়। স্বাভাবিকভাবেই মোদীর আমলে ভারতের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে যে মার্কিন গোয়েন্দারা বিশেষ ভুল কিছু বলেননি তার একপ্রকার স্পষ্ট।

English summary
India responds swiftly to any Pakistani militant incitement under Modi, claims US intelligence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X