For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সব দেশ যেন করোনা ভ্যাকসিন পায়! গ্যাভি-র মতাদর্শের সঙ্গে গলা মেলাল ভারতও

Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি-র দাবি, বিশ্বব্যাপী সব দেশের কাছেই যেন করোমা ভ্যাকসিন পৌঁছে যায়। এবং গ্যাভ-র এহেন দাবি স্বপক্ষে জুড়ে গিয়েছে ভারতও। অর্থনৈতিক ভাবে দুর্বল ৯২টি দেশে করোনা ভ্যাকসিন পৌঁছানের জন্যই এই দাবি বেশি জোরালো। কোভিড-১৯ এর ভ্যাকসিন যেসব দেশে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে এর সাশ্রয়ী ও নায্য বণ্টন নিশ্চিতের প্রয়োজনীয়তার বিষয়ে সরব গ্যাভি।

বিশ্বের সব দেশ যেন করোনা ভ্যাকসিন পায়! গ্যাভি-র মতাদর্শের সঙ্গে গলা মেলাল ভারতও

এর আগে একটি অনুষ্ঠানে কোভিড-১৯ এর সম্ভাব্য ভ্যাকসিনগুলোর সার্বজনীন ভাবে বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, সে বিষয়ে ব্রিফ করেছিলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার টীকা, ভ্যাকসিন ও বায়োলজিক্যালসের পরিচালক কেট ও ব্রায়েন এবং গ্যাভির ব্যবস্থাপনা পরিচালক ম্যারি-অ্যাঞ্জে সারাকা-ইয়াও। প্রতিটি দেশের কাছে করোনা ভ্যাকসিন পৌঁছে দিতে গ্যাভি গঠন করেছে কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্ট।

বিভিন্ন দেশে কোভিড ভ্যাকসিন তৈরিতে যারা কাজ করছেন তাদের অগ্রগতি খুবই আশাব্যঞ্জক। এবং কোভিড-১৯ ভ্যাকসিনকে 'গ্লোবাল পাবলিক গুড' হিসেবে পরিণত করতে নিঃসন্দেহে সুদৃঢ় বৈশ্বিক প্রতিশ্রুতি ও সহযোগিতা প্রয়োজন। এই বিষয়ে গ্যাভি আন্তর্জাতিক স্তরে তহবিলে টাকা সংগ্রহ করছে। এখন ওপর্যন্ত ৬০০ মিলিয়ন সংগ্রহ হয়েছে। চিহ্নিত ৯২টি দেশের সবকটিতে ভ্যাকসিন পৌঁছাতে লাগবে ২ বিলিয়ন ডলার। পরবর্তীতে আরও ৩.২ বিলিয়ন ডলার অর্থ সাহায্য প্রয়োজন হবে বলে জানানো হয়।

English summary
India part of international alliance Gavi's new coronavirus global vaccine access initiative
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X