For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশে ভোট! প্রতিবেশী দেশের পর্যবেক্ষকরা জানালেন তাঁদের কথা

বাংলাদেশে ১১ তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তুষ্ট প্রতিবেশী ভারত, নেপাল, সার্কের বাকি দেশ এবং ওআইসির পর্য়বেক্ষকরা। শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন সেসব দেশের প্রতিনিধিরা।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশে ১১ তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তুষ্ট প্রতিবেশী ভারত, নেপাল, সার্কের বাকি দেশ এবং ওআইসির পর্য়বেক্ষকরা। শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন সেসব দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশে ভোট! প্রতিবেশী দেশের পর্যবেক্ষকরা জানালেন তাঁদের কথা

ভারতীয় দলে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ছিলেন গৌতম ঘোষ। দুদনই জানিয়েছেন, তারা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন। উৎসবের মতোই নির্বাচন হয়েছে। ভোট পরিচালনায় প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছিল বলে জানিয়েছেন তারা। লাইনে দাঁড়িয়ে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। এমনটাই জানিয়েছে সেখানকার বিভিন্ন সংবাদমাধ্যম।

ওআইসির প্রতিনিধি দলের তরফে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটের কথা জানানো হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন ওআইসির প্রতিনিধি। ভোটের আগের দিন রাতে কিংবা ভোটের দিন হিংসার ঘটনাকে তারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন।

নেপালের পর্যবেক্ষক দলে ছিলেন দুজন প্রতিনিধি। তাঁরা জানিয়েছেন, নিজেস্ব প্রযুক্তিতে বাংলাদেশ ইভিএম-এ ভোটপ্রক্রিয়া ভালভাবেই সম্পন্ন করেছে। নির্বাচনের পরিবেশ নিয়েও খুশি তাঁরা।

কানাডার মহিলা পর্যবেক্ষক জানিয়েছেন, ভোটারদের তিনি বাধাহীনভাবে ভোট কেন্দ্রে যেতে দেখেছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, ৩০ ডিসেম্বরের ভোট পর্যবেক্ষণে ১৭৪ জন বিদেশি পর্যবেক্ষক গিয়েছিলেন বাংলাদেশে।

[আরও পড়ুন:ফলাফল প্রত্যাখ্যান! নতুন দাবিতে সরব বাংলাদেশের বিরোধী জোট][আরও পড়ুন:ফলাফল প্রত্যাখ্যান! নতুন দাবিতে সরব বাংলাদেশের বিরোধী জোট]

English summary
India, Nepal, OIC and SAARC satisfied on Election in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X