For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রাদুর্ভাবের জন্য চিনকে জব্দ করতে করতে ১৮ দফা প্রস্তাব আমেরিকার, রয়েছে ভারত যোগ

করোনা প্রাদুর্ভাবের জন্য চিনকে জব্দ করতে করতে ১৮ দফা প্রস্তাব আমেরিকার, রয়েছে ভারত যোগ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের জন্য চিনকে কাঠগড়ায় তুলতে কোমড় বেঁধে নেমেছে আমেরিকা। সূত্রের খবর, চিনকে কোনঠাসা করতে এর জন্য অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতির বোঝাপড়ার রাস্তাতেও হাঁটতে পারে আমেরিকা।

করোনা নিয়ে চিনের মিথ্যাচারের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের পতে আমেরিকা

করোনা নিয়ে চিনের মিথ্যাচারের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের পতে আমেরিকা

ইতিমধ্যেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য চিনের দিকে আঙুল তুলে ১৮ দফা প্রস্তাব পেশ করেন এক মার্কিন সেনেটর। ওই প্রস্তাবে, চিনের বিরুদ্ধে বিশ্বব্যাপী এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়া ও মহামারির জন্য চিনের মিথ্যাচার ও সত্য গোপানের চেষ্টা করার অভিযোগ করা হয়েছে। এবং গোটা ইস্যুটির জন্য চিনকেই সর্বৈব ভাবে দায়ী করা হয়েছে।

ভিয়েতনাম এবং তাইওয়ানের সঙ্গেও কূটনৈতিক বোঝাপড়া বাড়ানোর ইঙ্গিত

ভিয়েতনাম এবং তাইওয়ানের সঙ্গেও কূটনৈতিক বোঝাপড়া বাড়ানোর ইঙ্গিত

চিনের উপর চাপ সৃষ্টি করতে বর্তমানে বেশ কিছু কূটনৈতিক কৌশল নিতে চলেছে আমেরিকা। সূত্রের খবর এই প্রস্তাবে, চিন থেকে একাধিক জিনিসের উত্পাদন কেন্দ্র সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারত, ভিয়েতনাম এবং তাইওয়ানকে সঙ্গে আমেরিকার সামরিক-কৌশলগত সম্পর্কও আরও করার কথাো বলা রয়েছে।

ভারতে আরও বেশি সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত

ভারতে আরও বেশি সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত

ভারতের পাশাপাশি জাপানের সঙ্গে সম্পর্ক আওর মজবুত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে এই প্রস্তাবে। একইসাথে চিনের উপর চাপ বাড়াতে ভারত, তাইওয়ান ও ভিয়েতনামকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রি বৃদ্ধির পরামর্শও দেওয়া হয়েছে। এই মার্কিন সেনেটর থম তিলিসের মধ্যে জেনে বুঝে করোনা মহামারিকে দীর্ঘ দিন ঢাকার চেষ্টা চালিয়েছে। করোনা প্রাদুর্ভাবের দায়ী পুরোপুরি চিনেকরই।

চিনের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ

চিনের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ

একইসাথে ২০২২ সালে বেজিংয়ে অনুষ্ঠিত হতে চলা শীতকালীন অলিম্পিক্স আমেরিকাকে নাম প্রত্যাহারের কথাও বলেছেন থম তিলিস। একইসাথে চিনা প্রযুক্তি ব্যবহার রোধে অন্য মিত্র রাষ্ট্রগুলির সঙ্গে লাগাতার পরামর্শ চালানোর কথাো বলা হয়েছে। একই সাথে করোনা নিয়ে একাধিক তথ্য গোপনের জন্য আরও চিনের উপর আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা হয় এই ১৮ দফা প্রস্তাবে।

১৮৫ নার্স ফিরে যাচ্ছেন মণিপুর! করোনার আবহে মহাসংকটে বাংলার স্বাস্থ্যব্যবস্থা১৮৫ নার্স ফিরে যাচ্ছেন মণিপুর! করোনার আবহে মহাসংকটে বাংলার স্বাস্থ্যব্যবস্থা

English summary
The US has a 18 point proposal to seize China for the Corona outbreak with India link,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X