For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতায় ফের বেঞ্জামিন নেতানিয়াহু! আরও মজবুত হতে পারে ভারত-ইজরায়েল সম্পর্ক

দীর্ঘ বছর পর আবারও ইজরায়েলে ক্ষমতায় ফিরছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রত্তি সে দেশে নির্বাচন ছিল। সংসদের ১২০ টি আসনে এই নির্বাচন ছিল। আর তাতে ৬৫টি আসন জিতেছে বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ৫০টি আসনে জয় পে

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ বছর পর আবারও ইজরায়েলে ক্ষমতায় ফিরছেন বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রত্তি সে দেশে নির্বাচন ছিল। সংসদের ১২০ টি আসনে এই নির্বাচন ছিল। আর তাতে ৬৫টি আসন জিতেছে বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট। অন্যদিকে ৫০টি আসনে জয় পেয়ে সন্তুষ্ঠ থাকতে হল ইয়ার ল্যাপিডের নেতৃত্বাধীন জোটকে।

ক্ষমতায় ফের বেঞ্জামিন নেতানিয়াহু!

যিনি কিনা দীর্ঘ সময় সে দেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন। তবে নতুন করে ইজরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহুর ফিরে আসায় ভারত এবং ইজরায়েলের সম্পর্ক আরও মজবত হবে বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, বেঞ্জামিন নেতানিয়াহু'র সময়েই ভারত এবং ইজরায়েলের মধ্যে সম্পর্ক নয়া মাত্রা পেয়েছিল। এমনকি দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যেও সম্পর্ক যথেষ্ট মজবুত। অন্যদিকে ১৯৯৬-৯৯ এবং ২০০৯-২০২১ সাল পর্যন্ত ইজরায়েলের ক্ষমতায় ছিলেন বেঞ্জামিন। এরপর মাঝে একটা বড় গ্যাপ। ফের একবার ক্ষমতায় ফিরতে চলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু।

অন্যদিকে ইজরায়েলের সেন্ট্রালইলেকশন কমিশন বিস্তারিত জানিয়ে তথ্য দিয়েছে। যেখানে সষ্ট জানানো হয়েছে যে ব্যালট গণনা শেষের দিকে। প্রায় ৯১ শতাংশ বাক্স গণনা শেষ হয়ে গিয়েছে বলেও খবর। আর তাতেই বেঞ্জামিন নেতানিয়াহু'র জয়জয়কার বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, ৩২টি আসনে জয় পেয়েছে নেতানিয়াহুর দল লিকুড পার্টি। অন্যদিকে নির্বাচনে নামলেও বিদায়ী প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের দলের মাত্র ২৪ জন সদস্য জিতেছেন। আর তাতেই তাঁকে সন্তুষ্টজ থাকতে হয়েছে। এছাড়াও সে দেশের একাধিক ছোট দল অংশ নেন নির্বাচনে। ইজরায়েলের নির্বাচন কমিশন জানাচ্ছে, ছোট দলগুলি মাত্র ৩.২৫ শতাংশ ভোট পেয়েছে। তবে ইজরায়েলে বাম রাজনৈতিক দলগুলি একেবারে মুখ থিবড়ে বলে জানা যাচ্ছে। মোটেই ফল ভালো করেনি বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ইজরায়েল গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় দুই দেশের মধ্যে একাধিক চুক্তি এবং সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষমতায় বেঞ্জামিন নেতানিয়াহু ফিরলে সেই সমস্ত বিষয় নিয়ে ফের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

English summary
India Israel relationship to be strong as Benjamin Netanyahu comes to power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X