For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন যতই আগ্রাসন দেখাক, ভারতীয় সেনার দক্ষতা অনেক বেশি, বলছেন হাভার্ডের বিশেষজ্ঞরা

চিন যতই আগ্রাসন দেখাক, ভারতীয় সেনার দক্ষতা অনেক বেশি, বলছেন হাভার্ডের বিশেষজ্ঞরা

Google Oneindia Bengali News

ভারতীয় বাহিনীর দক্ষতার কাছে চিনা সেনা খুব বেশিক্ষণ টিকতে পারবে না। বলছে হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। একটি গবেষণা পত্রে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে পরমাণু শক্তিধর দুই দেশ হলেও সেনাবাহিনীর দক্ষতার দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে চিনের থেকে। তাই লাদাখ সীমান্তে চিন যথই আগ্রাসন দেখাক ভারত কিন্তু সুবিধাজনক অবস্থানেই রয়েছে।

ভারতীয় বাহিনীকে এগিয়ে রাখল হাভার্ড

ভারতীয় বাহিনীকে এগিয়ে রাখল হাভার্ড

লাদাখের গালওয়ান উপত্যকায় সার্বভৌমত্ব দাবি করে বসেছে চিন। কিন্তু গালওয়ান উপত্যকা বরবরই ভারতের অংশে রয়েছে। সেকারণে কোনও ভাবেই গালওয়ান উপত্যকা ছাড়তে রাজি নয় ভারত। তাই দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ বাঁধে। যদিও ভারত ও চিনের মধ্যে এই সামরিক উত্তেজনায় ভারতকেই এগিয়ে রেখেছেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

ভারতীয় বাহিনীর দক্ষতা বেশি

ভারতীয় বাহিনীর দক্ষতা বেশি

আমেরিকার হাভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত গবেষণা পত্র দাবি করেছে চিনের থেকে ভারতীয় সেনার দক্ষতা অনেক বেশি। এবং গোটা বিশ্ব থেকে ভারত এই বিষয়ে সমর্থন পাবে বলে দাবি করা হয়েছে এই গবেষণা পত্রে। যদিও মার্কিন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা পত্রে ট্রাম্পের সুর মেশানো রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ করোনা নিয়ে ট্রাম্প ভীষণভাবে চিন বিদ্বেষী হয়ে উঠেছে।

বায়ুসেনা শক্তিশালী

বায়ুসেনা শক্তিশালী

ভারতীয় বায়ুসেনা চিনের বায়ুসেনার চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করেছেন মার্কিন গবেষকরা। বিশেষ করে ভারতীয় বায়ুেসনার কাছে সুখোই ৩০ রয়েছে। এই বিমান চিনের যেকোনও যুদ্ধ বিমানকে অনায়াসে টেক্কা দিতে পাের বলে দাবি করা হয়েছে।

সেনাবািহনীকে পূর্ণ ক্ষমতা

সেনাবািহনীকে পূর্ণ ক্ষমতা

ইতিমধ্যে লাদাখে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে কেন্দ্র সরকার। ভারতীয় জওয়ানদের মৃত্যু কিছুতেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন প্রতিরক্ষামন্ত্রী। প্রস্তুত থাকতে বলা হয়েছে বায়ু এবং নৌসেনাকেও।

গালওয়ানে কীভাবে ভারতীয় সেনার উপর হামলা চালায় চিন? জখম ১১০ জওয়ান! পড়ুন রোমহর্ষক বিবরণ গালওয়ানে কীভাবে ভারতীয় সেনার উপর হামলা চালায় চিন? জখম ১১০ জওয়ান! পড়ুন রোমহর্ষক বিবরণ

English summary
India is more confident and Indian army more powerfull than China says Havard researchers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X