For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থ ভ্যাকসিন পেতে চলেছে ভারত, এবার মাঠে ক্যাডিলা

  • |
Google Oneindia Bengali News

কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিকV-র পর এবার ভারতীয়দের জন্য ভ্যাকসিন আনতে চলেছে গুজরাতের ওষুধ প্রস্তুতকারক সংস্থা৷ আপতকালীন জরুরি ভিত্তিতে ভ্যাকসিনেশনের জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে চলেছে আমেদাবাদে থাকা ভারতের অন্যতম বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক জাইডাস ক্যাডিলা। সম্প্রতি সংস্থাটি তাদের তৈরি ভ্যাকসিন জাইকোভ-ডি-এর তৃতীয় পর্বের ট্রায়ালের কথা ঘোষণা করেছিল৷ এবার জরুরিভিত্তিতে ভারতীয়দের ভ্যাকসিনেশন পর্বে অংশগ্রহণের জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে চলেছে সংস্থাটি৷

তৃতীয় পর্বের ভ্যাকসিন পরীক্ষা শেষ

তৃতীয় পর্বের ভ্যাকসিন পরীক্ষা শেষ

ক্যাডিলা জানিয়েছে তাদের তৃতীয় পর্বের ভ্যাকসিন পরীক্ষা সম্প্রতি শেষ হয়েছে। এবং প্রায় ২৮০০০ ভলেন্টিয়ার এই তৃতীয় পর্বের ট্রায়ালে অংশ নিয়েছিল। এই ট্রায়ালের রিপোর্ট সহ এবার কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের কাছে ভ্যাকসিন বাজারজাত করার অনুমতি চাইতে চলেছে সংস্থাটি।

বিশ্বের প্রথম DNA ভ্যাকসিন?

বিশ্বের প্রথম DNA ভ্যাকসিন?

প্রধানমন্ত্রীর প্রধান করোনা পরামর্শদাতা এবং নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পাল শুক্রবার জানিয়েছেন, বিশ্বের প্রথম DNA ভ্যাকসিন তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ক্যাডিলা। এটা একেবারেই ইউনিক ভ্যাকসিন৷ এবং ওরা অনুমোদনের জন্য খুব শীঘ্রই আবেদন করতে চলেছে৷ প্রসঙ্গক্রমে কোভ্যাকসিন থেকে স্পুটনিকV প্রতিটি ভ্যাকসিন-ই RNA ভ্যাকসিন।

শিশুদের উপর ট্রায়াল চালাচ্ছে ক্যাডিলা

শিশুদের উপর ট্রায়াল চালাচ্ছে ক্যাডিলা

সবচেয়ে আশাপ্রদ ব্যাপার ক্যাডিলার এই ভ্যাকসিনের ট্রায়াল শিশুদের উপরও শুরু হয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের উপর এই ভ্যাকসিনের প্রভাব পরীক্ষা করছে আমেদাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি৷ ইনেকজশনের মাধ্যমেই ক্যাডিলার এই ভ্যাকসিন নিতে হবে সবাইকে৷ ২ থেকে ৮ ডিগ্রি উষ্ণতার মধ্যে সংরক্ষণ করা হয় এই ভ্যাকসিন। যদিও ঘরের উষ্ণতাতেও এই ভ্যাকসিন ঠিক থাকবে বলে দাবি করেছে ক্যাডিলা গ্রুপ

English summary
India is going to get the fourth vaccine, this time on the field is Cadila
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X