For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাণিজ্যের সেরা স্থানের বিচারে বিশ্বব্যাঙ্কের র‌্যাঙ্কিংয়ের ৭৯ স্থানে ভারত

বিশ্বের সেরা বাণিজ্যের জায়গার অন্যতম উচ্চতায় পৌঁছে গিয়েছে ভারত। বিশ্বব্যাঙ্কের র‌্যাঙ্কিংয়ের ৭৯ স্থানে রয়েছে।

Google Oneindia Bengali News

বিশ্বের সেরা বাণিজ্যের জায়গার অন্যতম উচ্চতায় পৌঁছে গিয়েছে ভারত। বিশ্বব্যাঙ্কের র‌্যাঙ্কিংয়ের ৭৯ স্থানে রয়েছে। সেকারণেই থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনিয়োগকারীদের আহ্বান জানিেয় সদর্পে ঘোষণা করেছিলেন ভারতের থেকে ভাল বিনিয়োগের জায়গা আর নেই। ভারতের এসে বিনিয়োগ করার বার্তা দিয়েছিলেন তিনি। গত পাঁচ বছরে এই উচ্চতায় পৌঁেছছে ভারত। এবং প্রতিবছরই এই ক্ষেত্রে উন্নতি করে চলেছে ভারত।

বাণিজ্যের সেরা স্থানের বিচারে বিশ্বব্যাঙ্কের র‌্যাঙ্কিংয়ের ৭৯ স্থানে ভারত

রিপোর্ট বলছে ১০ িট দিক থেকে বিচার করা হয়। ১০ ধাপে মাপা হয়। প্রতিবছর ১৯০ দেশকে নিয়ে এই পরিমাপ করা হয়ে থাকে। বিশেষ করে দেখা হয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলি কীভাবে বিস্তার ঘটাচ্ছে সেই দেশে। সেগুলির অবস্থা কেমন রয়েছে। মুম্বই এবং দিল্লির শহরের গঠন অনেকটাই ভারতকে এগিয়ে দিয়েছে। শহরাঞ্চলে নির্মানের খরচ কত। এবং সেই বহুতলের মান কেমন। এরকম একাধিক বিষয় খতিয়ে দেখা হয়। ২০১৮ সালে ১৮১ নম্বরে ছিল ভারত। সেটা থেকে ৫২ তম স্থানে চলে এসেছে ২০১৯ সালে।

শুধু পরিকাঠামো গত অবস্থানই নয়, কতটা সহজে সেই সব দেশে বাণিজ্যের বিস্তার ঘটানো যায় সেদিকটিও খতিয়ে দেখা হয়। বিশেষ করে অনলাইনে কী কী পরিষেবা মেলে সেটাও দেখা হয়। বন্দরের পরিকাঠামো, এবং পরিবহণের সুবিধাও বিশেষ নজরে রাখা হয়। এই সব দিক দিয়েই গত পাঁচ বছরের ভারতে উন্নতি হয়েছে। একথা মেনে নিয়েছে বিশ্বব্যাঙ্ক। সেকারণেই থাইল্যান্ড থেকে ভারতে বাণিজ্য স্থাপন এবং বিনিয়োগের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 কারতারপুরের গুরুদ্বারে সোনার পালকি বসাবে ভারতীয় শিখরা কারতারপুরের গুরুদ্বারে সোনার পালকি বসাবে ভারতীয় শিখরা

English summary
India has moved 79 places forward in the World Bank's Business rankings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X