For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) আন্তর্জাতিক এনএসজি ও এমটিসিআর-এ যোগ দেওয়ার ক্ষেত্রে শেষ বাধাও পেরল ভারত, সমর্থন পেল আমেরিকার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ৮ জুন : চারবার আমেরিকা সফর এবং একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের সুফল পেল ভারত। পরমাণু সরবরাহকারী গোষ্ঠী এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি সমর্থন করার কথা জানাল আমেরিকা। মঙ্গলবার ওয়াশিংটনে ওবামা-মোদীর বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা আমেরিকার তরফে জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এমটিসিআর (মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম) এ ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি করার শেষ তারিখ ছিল ৬ জুন। কিন্তু সদস্যদেশগুলি উল্লেখযোগ্যভাবে কোনও বিরোধিতা না করায় তা ভারতের পক্ষেই গিয়েছে। [মোদী-ওবামা মৈত্রী : ২০০টি চুরি যাওয়া প্রাচীন মূর্তি ভারতকে ফেরত দিল মার্কিন যুক্তরাষ্ট্র]

আন্তর্জাতিক এনএসডি ও এমটিসিআর-এ যোগ দেওয়ার ক্ষেত্রে শেষ বাধাও পেরল ভারত, সমর্থন পেল আমেরিকার

মার্কিন রাষ্ট্রের এই সহযোগিতা ভারতের পক্ষে সঙ্গত কারণেই অর্থবহ। এনএসজি-তে সদস্য হলে ভারত চালকহীন ড্রোন বিমানের মতো অস্ত্র কিনতে পারবে। পাশাপাশি উচ্চপ্রযুক্তির অস্ত্র রফতানিও করতে পারবে অন্যান্য দেশে। তবে এই গোষ্ঠীর সদস্য হওয়ায় কোনও অবস্থাতেই ৩০০ কিলোমিটারের বেশি দূরে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবে না ভারত।

আমেরিকার থেকে ইতিবাচক সমর্থন পাওয়ার পর ধন্যবাদজ্ঞাপন করে নরেন্দ্র মোদী বলেন, "এনএসজি এবং এমটিসিআর-এ ভারতের সদস্যপদের ক্ষেত্রে যেভাবে আমার বন্ধু বারাক ওবামার সমর্থন পেয়েছে তার জন্য ধন্যবাদ জানাই। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আশা রাখি জি-২০ রাষ্ট্রগোষ্ঠীর বৈঠকে ফের জলবায়ু পরিবর্তন চুক্তিও পরিণতি পাবে।"

এছাড়াও এদিন ওবামার সঙ্গে যে বিষয়গুলি নিয়ে মোদীর আলোচনা হয়েছে তা হল, অসামরিক পরমাণু চুক্তির দ্রুত বাস্তবায়ন, পরিবেশ সংক্রান্ত চুক্তি প্রভৃতি। এ ছাড়াওজলবায়ু পরিবর্তন, সন্ত্রাস দমনের মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের হাত মিলিয়ে চলার কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে।

English summary
India clears final hurdle to join missile control group, say diplomats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X