For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত‌–চিনের বিষয় আসলে রাশিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করে, মত বিশেষজ্ঞদের

ভারত‌–চিনের বিষয় আসলে রাশিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করে, মত বিশেষজ্ঞদের

Google Oneindia Bengali News

‌লাদাখে ভারতীয় সেনার সঙ্গে পিপল’‌স লিবারেশন আর্মির (‌পিএলএ)‌ সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই মস্কোতে বিজয় দিবসের কুচকাওয়াজে যোগ দিতে হাজির হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই আবহে তাই সকলের মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তা হল দিল্লির পক্ষ নিয়ে রাশিয়া তার সমর্থনে কায়েম থাকতে পারবে কিনা।

ভারত–চিন সংঘর্ষ

ভারত–চিন সংঘর্ষ

প্রসঙ্গত, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও পিএলএ-এর মধ্যে যে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল, গত চার দশকে এ ধরনের সংঘর্ষের সাক্ষী থাকেনি ইতিহাস। পূর্ব লাদাখের কিছু অংশে কূটনৈতিক ও সামরিক যোগাযোগের চ্যানেলগুলি রাতারাতি কাজ করছে হিংসাত্মক পরিস্থিতি হ্রাস করার ও নিষ্ক্রিয়করণ ত্বরান্বিত করার জন্য।

 তিনটি সশস্ত্র পরিষেবাকে আর্থিক সাহায্য

তিনটি সশস্ত্র পরিষেবাকে আর্থিক সাহায্য

এ মাসের প্রথমদিকে, ভারত সরকার অস্ত্র ব্যবস্থা কেনার জন্য তিনটি পরিষেবাকে (সশস্ত্র বাহিনী) সবদিক দিয়ে সক্ষম রাখতে ৫০০ কোটি টাকার জরুরি তহবিল অনুমোদিত হয়েছে। সূত্রের খবর, ‘‌জরুরী প্রয়োজনীয়তা পদ্ধতিতে অস্ত্র ব্যবস্থা কেনার জন্য তিনটি পরিষেবাকে আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতার অন্তর্ত তারা নতুন অস্ত্র কেনার জন্য ৫০০ কোটি করে পাবে।'‌

চিন গোটা বিশ্বের কাছে রপ্তানিতে নির্ভরশীল

চিন গোটা বিশ্বের কাছে রপ্তানিতে নির্ভরশীল

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে ওআরএফের বিশিষ্ট আধিকারিক নন্দন উন্নিনকৃষ্ণণ জানিয়েছেন, চিন নিজেকে এখন বিশ্বশক্তি হিসাবে জোর দিচ্ছে অথচ রপ্তানির দিক থেকে চিন গোটা বিশ্বের ওপর নির্ভরশীল। উন্নিকৃষ্ণণ এর সঙ্গে এও জানিয়েছেন যে রাশিয়া একমাত্র দেশ যে ভারতের কাছে পারমাণবিক সাবমেরিন বিক্রি করতে ইচ্ছুক। তিনি বলেন, ‘‌প্রথম ভারত-রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মিগ ২১-এর জন্য 1962 সালে, ভারত-চিন যুদ্ধের ঠিক আগে। আসলে রাশিয়া ঠিক ভারতেরও সঙ্গে নয় কিন্তু আবার চিনের পক্ষে রয়েছে সেটা বলাও ভুল হবে।'‌

ভারত–চিনের বিষয়ে রাশিয়া নিরপেক্ষ

ভারত–চিনের বিষয়ে রাশিয়া নিরপেক্ষ

অভিজ্ঞ কূটনীতিবিদ কানওয়াল সিবল জানিয়েছেন যে অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে ভারত ও রাশিয়া নিরপেক্ষ থেকেছে। তিনি আরও জানিয়েছেন যে রাশিয়া এমন কয়েকটি বৈশ্বিক শক্তিগুলির মধ্যে অন্যতম, যা কখনই ভারতের উপর নিষেধাজ্ঞাগুলি চাপায় নি। কানওয়ার সিবল বলেন, ‘‌কারগিলের সময় রাশিয়া তাদের নিজস্ব মজুত থেকে জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে আমাদের।'‌ কানওয়াল সিবল আরও বলেন, ‘‌ভারতের কারণে রাশিয়া চিনের ঘনিষ্ঠ হয়নি, হয়েছে আমেরিকার চাপে পড়ে। তাই যখন ভার ও চিনের বিষয় আসে রাশিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করে।'‌

হিমালয়ে দাপিয়ে বেড়ানোর ক্ষমতা রাখে ভারতীয় সেনা, চিনের চাপ বাড়াল রিপোর্টহিমালয়ে দাপিয়ে বেড়ানোর ক্ষমতা রাখে ভারতীয় সেনা, চিনের চাপ বাড়াল রিপোর্ট

English summary
Russia has always wanted to bring India and China together, so whenever there is an issue between the two countries, Russia plays a neutral role
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X