চোরের মায়ের বড় গলা! ভারতীয় সেনা হত্যা করে দিল্লিকে পাল্টা হুঁশিয়ারি চিনের
ঝামেলা বাধানো থেকে বিরত থাকতে বলে ভারতকে পাল্টা সতর্কবার্তা চিনের। লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা ৷ গতরাতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষে রক্ত ঝরেছে গালওয়ান ভ্যালিতে৷ সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন তিন সেনাকর্মী ৷ তার মধ্যে একজন আধিকারিক রয়েছেন৷

উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষ
উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষ বাধে বলে সেনা সূত্রে খবর৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, দু'পক্ষের সেনা আধিকারিকরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন৷ এরই মধ্যে চিনের অভিযোগ ভারত সীমান্ত পার করে দুই বার চিনা ভাগে চলে আসে। এর জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয় বলে জানায় চিনের অর্থমন্ত্রী। এরপর ভারতকে সতর্ক করে দিয়ে উত্তেজনা না বাড়ানোর জন্য বলা হয় চিনের তরফে।

ভারতের সরকারি বিবৃতি
এদিকে ভারতের সরকারি এক বিবৃতি দিয়ে আজকের সংঘর্ষের কথা উল্লেখ করা হয়৷ লেখা হয়, 'গালওয়ান ভ্যালিতে সেনা প্রত্যাহারের সময় গতরাতে সংঘর্ষ বাধে৷ সংঘর্ষে ভারতের একজন আধিকারিক ও দু'জন জওয়ান শহিদ হন৷ বর্তমানে দুই দেশের সেনা আধিকারিকরা ঘটনাস্থানে পরিস্থিতি সামলানোর জন্য আলোচনা করছেন৷'

সেনা মারা গিয়েছে চিনের পক্ষেও
সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, 'মুখোমুখি সংঘর্ষে দুই পক্ষই হতাহত হয়েছে৷' সেনাসূত্রে খবর, ভারতীয় সেনাকর্মীদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি৷ চিনা জওয়ানদের সঙ্গে হাতাহাতির ফলে মৃত্যু হয়৷ ভারতীয় সীমান্তের ভিতর এই সংঘর্ষ হয়৷

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করে চিন
পূর্ব লাদাখের প্যাঙ্গং সো, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দাউলাত বেগ ওলডিতে বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা সেনার মধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল৷ চিনা সেনার কয়েকজন কর্মী প্যাঙ্গং সো-র মতো বেশ কিছু জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে শোনা যাচ্ছে৷

নতুন করে উত্তেজনা ভারত-চিন নিয়ন্ত্রণরেখায়
পরে শোনা যায়, পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চিনা সেনারা সরে গিয়েছিল৷ ভারতের তরফেও সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নেওয়া হয়েছিল৷ তার মধ্যেই নতুন করে উত্তেজনা ভারত-চিন নিয়ন্ত্রণরেখায়৷

চিনের হামলার পাল্টা জবাব! ভারতীয় সেনার হাতে নিহত পিপলস লিবারেশন আর্মির সদস্য