For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিকিম সীমান্তে গলল সম্পর্কের বরফ, ডোকলাম থেকে সেনা সরাচ্ছে ভারত-চিন

সিকিম সীমান্তে ডোকলাম সমস্যা সমাধানে এগিয়ে এল ভারত-চিন দুই দেশই।

  • |
Google Oneindia Bengali News

প্রায় তিনমাসের ব্যবধানে সিকিম সীমান্তে ডোকলাম সমস্যা সমাধানে এগিয়ে এল ভারত-চিন দুই দেশই। নয়াদিল্লি ও বেজিং সিকিম সীমান্ত থেকে সেনা সরিয়ে নেবে বলে এদিন ভারতের তরফে জানানো হয়েছে। পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমেই যে সুফল মিলেছে তাও স্পষ্ট করা হয়েছে।

সিকিম সীমান্তে ডোকলাম থেকে সেনা সরাচ্ছে ভারত-চিন

আগামী কিছুদিনের মধ্যেই চিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার কথা ভারতের। তার আগে এই সমস্যা সমাধান হওয়া দুটি দেশের কাছেই ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে।

[কেন ডোকলাম নিয়ে প্রায় তিনমাস ধরে সিকিম সীমান্তে ভারত-চিন দ্বন্দ্ব চলল, জেনে নিন][কেন ডোকলাম নিয়ে প্রায় তিনমাস ধরে সিকিম সীমান্তে ভারত-চিন দ্বন্দ্ব চলল, জেনে নিন]

গত জুন মাস থেকেই ডোকলামের তরাই এলাকায় ভারত-চিন দুই দেশের সেনা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছে। চিন বারবার সেনা সরানো নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেও নয়াদিল্লি তা অগ্রাহ্য করে সেনা মোতায়েন রেখেছে। পাশাপাশি জানিয়ে দিয়েছিল, একতরফা সেনা সরানো কোনওভাবে সম্ভব নয়। চিন সেনা সরালে তবেই ভারত সেনা সরাবে।

প্রসঙ্গত, ভারত, ভূটান ও চিনের সীমানায় ত্রিভূজাকৃতি বিন্দুতে অবস্থান এই ডোকলাম তরাই এলাকার। গত জুন মাসের শুরু থেকে এই এলাকার দখল নিয়ে ভারত-চিন দ্বন্দ্ব চলেছে। চিন বিতর্কিত ডোকলাম তরাই এলাকাকে নিজেদের বলে দাবি করে সেখানে রাস্তা তৈরি করতে উদ্যত হয়। ভূটান জানিয়ে দেয়, এই এলাকা চিনের নয়। বস্তুত ভারত-ভূটান-চিন সীমান্তের মাঝের একটি বিতর্কিত অংশ এটি। আর সেজন্যই ভূটানের পাশে দাঁড়িয়ে ডোকলামে সেনা নামায় ভারত। চিনের রাস্তা তৈরির পরিকল্পনা আটকে দেওয়া হয়।

তখন থেকেই ডোকলাম ঘিরে বারবার দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উত্তপ্ত হয়েছে। চিন নানাভাবে ভারতকে হুমকিও দিয়েছে। তবে শেষপর্যন্ত আলোচনার মাধ্যমেই এশিয়ার বৃহত্তম দুই শক্তি ডোকলাম সমস্যার সমাধান করল বলে মনে করা হচ্ছে।

English summary
India, China agree to end Doklam stand-off, troops being withdrawn from Sikkim border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X