For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাইক্রোসফটের সিইও পদে বসছেন ভারতের সত্য নাদেল্ল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সত্য নাডেলা
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি: মাইক্রোসফটের সিইও পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেল্ল। এখন যিনি সিইও রয়েছেন, সেই স্টিভ বামারের স্থলাভিষিক্ত হবেন তিনি।

১৯৬৭ সালে সত্য নাদেল্লর জন্ম হায়দরাবাদে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত হায়দরাবাদের বেগমপেটের একটি স্কুলে পড়েছেন তিনি। মণিপাল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে উচ্চশিক্ষা নিতে যান আমেরিকায়। তার পর সেখানেই শুরু করেন কর্মজীবন। ১৯৯২ সালে যোগ দেন মাইক্রোসফটে। সেই তাঁর উত্থানের শুরু। একটি-একটি করে সিঁড়ি বেয়ে আজ দুনিয়া-কাঁপানো সফটঅয়্যার কোম্পানির লাগাম ধরতে চলেছেন। এখন তিনি আমেরিকার নাগরিক।

এই মুহূর্তে সত্য নাদেল্ল রয়েছেন মাইক্রোসফটের সার্ভার অ্যান্ড টুলস বিজনেস বিভাগে। কিন্তু, এত লোক থাকতে নাদেল্ল কেন?

ওয়াকিবহাল মহলের দাবি, বিল গেটস, স্টিভ বামারের সঙ্গে এক যোগে উচ্চারিত হয় সত্য নাদেল্লর নাম। আমাদের পরিচিত এমএস-অফিস, এমএস-এক্সেল, এমএস-পাওয়ারপয়েন্ট, আউটলুক এক্সপ্রেস ইত্যাদি সফটঅয়্যার দিগ্বিজয় করেছে তাঁর হাতে ধরে। সার্চ ইঞ্জিন বিং এঁর আরও একটি অবদান। যখন গুগলের অ্যানড্রয়েডের সঙ্গে দৌড়ে পিছিয়ে পড়ল উইন্ডোজ, তখন কেউ কেউ সত্য নাদেল্লর সমালোচনা শুরু করলেও পাশে দাঁড়িয়েছিলেন স্বয়ং বিল গেটস। সুতরাং সত্য নাদেল্লর গুরুত্ব অপরিসীম। বিল গেটসের ইচ্ছাতেই শেষ পর্যন্ত সিইও পদে বসতে চলেছেন তিনি।

English summary
India-born Satya Nadella likely to be next CEO of Microsoft
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X