For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানকে নাস্তানাবুদ করে রাষ্ট্রসংঘের মঞ্চে ভারতের কড়া জবাব! উঠল বালুচিস্তান, পাক অধিকৃত কাশ্মীর

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান বারবার রাষ্ট্রসংঘের মাটিতে ভারতকে পর্যুদস্ত করার পথে এগিয়েছে। সাম্প্রতিককালে করাচি স্টক এক্সচেঞ্জের হামলাতেও ভারতকে কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিল পাকিস্তান। তবে ১৯ টি দেশের মদত ভারতের দিকে থাকায় , তা করতে পারেনি পাকিস্তান। এবার তার পাল্টা জবাবে রাষ্ট্রসংঘের মঞ্চে ইমরানের দেশকে দুরমুশ করে ছেড়ে দিল ভারত।

 ভারতের চরম জবাব

ভারতের চরম জবাব

পাকিস্তানকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদের এপিসেন্টার' বলে আখ্যা দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের তরফে , মহামারীর আবহে সন্ত্রাসবাদ বিষয়ক এক আলোচনাসভায় কার্যত একের পর এক তোপ ইমরানে দেশের দিকে নিক্ষেপ করেছে মোদীর ভারত। এদিন দিল্লির তরফে সাফ পাকিস্তানের নাম করেই জানানো হয়েছে, গোটা বিশ্ব যখন মহামারীর আতঙ্কের গ্রাসে ভুগছে , তখন পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে। পাশাপাশি ভারতের দাবি, পাকিস্তান থেকে জঙ্গিরা ভারতে এসে অস্ত্র পাচারের মতো চোরা কারবার ছড়াচ্ছে। লকডাউনের পরিস্থিতি বানচাল করছে।

 ভারতের চরম জবাব

ভারতের চরম জবাব

পাকিস্তানকে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদের এপিসেন্টার' বলে আখ্যা দিয়েছে ভারত। রাষ্ট্রসংঘের তরফে , মহামারীর আবহে সন্ত্রাসবাদ বিষয়ক এক আলোচনাসভায় কার্যত একের পর এক তোপ ইমরানে দেশের দিকে নিক্ষেপ করেছে মোদীর ভারত। এদিন দিল্লির তরফে সাফ পাকিস্তানের নাম করেই জানানো হয়েছে, গোটা বিশ্ব যখন মহামারীর আতঙ্কের গ্রাসে ভুগছে , তখন পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে। পাশাপাশি ভারতের দাবি, পাকিস্তান থেকে জঙ্গিরা ভারতে এসে অস্ত্র পাচারের মতো চোরা কারবার ছড়াচ্ছে। লকডাউনের পরিস্থিতি বানচাল করছে।

 ভারত কী জানিয়েছে?

ভারত কী জানিয়েছে?

বিশ্বমঞ্চে ভারত জানিয়েছে, মহামারীর মৃত্যুমিছিলের আবহে পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী দেশ কেবলমাত্র মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য , তাই পাকিস্তান বারবার আওড়াচ্ছে। পাশাপাশি, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে একাধিকবার নাক গলাবার চেষ্টা করেছে পাকিস্তান।

 বিশ্বসন্ত্রাসের আঁতুরঘর ও পাকিস্তান

বিশ্বসন্ত্রাসের আঁতুরঘর ও পাকিস্তান

এদিন ভারত জানিয়েছে, অন্য দেশের সম্পর্কে কথা বলার আগে পাকিস্তান নিজের মাটিতে যেভাবে একের পর এক জঙ্গিঘাঁটি গড়ে তুলেছে তার দিকে নজর দিক। নিজের দেশের দিকে তাকিয়ে দেখুক। এবিষয়ে গোটা বিশ্বকে একজোট হয়ে পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর আর্জিও করে ভারত।

 বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রসঙ্গ

বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রসঙ্গ

ভারত এদিন সাফ ভাষায় জানিয়ে দিয়েছে যে , একের পর এক পাকিস্তানি এলাকায় মানবাধিকার লঙ্ঘন করছে ইসলামাবাদ। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর এর অন্যতম উদাহরণ। এছাড়াও পাকিস্তান সেদেশের মাটিতে আহমেদি, ক্রিস্টান, হিন্দু শিখের মতো সংখ্যালঘুদের ওপর বারবার অত্যাচার চালিয়ে আসছে।

English summary
India attacks Pakistan in UN over Balochistan and POk issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X