For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত সহ এই দেশগুলিতে সবথেকে বেশি বর্জ্য রফতানি করে ইউরোপীয় ইউনিয়ন

ভারত সহ এই দেশগুলিতে সবথেকে বেশি বর্জ্য রফতানি করে ইউরোপীয় ইউনিয়ন

Google Oneindia Bengali News

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমস্ত ইউরোপ মহাদেশে ব্যাপকভাবে জাতীয়তাকরনে পুরো ইউরোপে সংকটময় পরিস্থিতি সৃষ্টি করে। ১৯৪৮ সালের হেগ সম্মেলন ছিল ইউরোপীয় ফেডারেল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা কিনা পরবর্তীতে ইউরোপীয় আন্তর্জাতিক আন্দোলন ও ইউরোপীয় কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৯৫১ সালে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় গঠিত হয় যা ইউরোপীয় ফেডারেশনের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এই সমিতির লক্ষ্য ছিল ভারী শিল্প কারখানাগুলো পুরো ইউরোপময় ছড়িয়ে দিয়ে নিজেদের মাঝে যুদ্ধ কলহ বন্ধ করা ও পরস্পর ভাতৃত্ব্যবোধ বাড়ানো।

১৯৫৭ সালের ২৫ মার্চ পশ্চিম ইউরোপের ৬টি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যা 'রোম চুক্তি' নামে পরিচিত। এই চুক্তির ফলে ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায়ের ) কর্মপরিধি বর্ধিত হয় এবং বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডের সমন্ময়ে ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় গঠিত হয়। একই দিনে অন্য আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় যার ফলে ইউরোপীয় দেশগুলো আণবিক শক্তির উন্নয়নের জন্য ইউরোপীয় আণবিক শক্তি সম্প্রদায় গঠন করে। দুটি চুক্তিই ১৯৫৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়। ১৯৬৭ সালে মার্জার চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে একই দিক নির্দেশনা নির্ধারণ করা হয় এই ৩টি সম্প্রদায়ের জন্য যাদের একসাথে 'ইউরোপীয় সম্প্রদায়' নামে অভিহিত করা হতো।

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়াতে ইউরোপীয় ইউনিয়ন গত বছর ১.১ মিলিয়ন টন বর্জ্য রফতানি করেছে।

নরওয়ে

নরওয়ে

নরওয়েকে ১. ৪মিলিয়ন টন বর্জ্য রফতানি করেছে ইউনিয়ন।

সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডে ইউরোপীয় ইউনিয়ন দ্বারা রপ্তানি করা বর্জ্য ১.৭ মিলিয়ন টন। ২০২১ সালে

ভারত

ভারত

ভারত ২.৪মিলিয়ন টন বর্জ্য রপ্তানি করেছে।

ব্রিটেন

ব্রিটেন

ব্রিটেনকে ইউনিয়ন দেয় ১.৫ মিলিয়ন টন বর্জ্য

পাকিস্তান

পাকিস্তান

পাকিস্তান কে ইউনিয়ন দেয় ১.৪ মিলিমিটার বর্জ্য দেয় ইউরোপ।

মিশর

মিশর

মিশরকে ইউনিয়ন দেয় ১.৯ মিলিমিটার বর্জ্য।

তুরস্ক

তুরস্ক

তুরস্ককে ইউনিয়ন দেয় ১৪.৭ মিলিমিটার বর্জ্য।

Sarkari Naukri: লাইব্রেরিয়ান সহ শিক্ষক পদে ব্যাপক নিয়োগ, বিএড থাকলেই করুন আবেদনSarkari Naukri: লাইব্রেরিয়ান সহ শিক্ষক পদে ব্যাপক নিয়োগ, বিএড থাকলেই করুন আবেদন

English summary
india and others country receives europe waste at a huge amount
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X