For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌজন্যতা হারিয়েছে চিনা রাষ্ট্রদূত, শ্রীলঙ্কার বন্দরে ‘গুপ্তচর জাহাজ’ নিয়ে নয়াদিল্লি ও বেজিংয়ের বাগযুদ্ধ

শ্রীলঙ্কার বন্দরে চিনা ‘গুপ্তচর’ জাহাজের নোঙরকে কেন্দ্র করে নতুন করে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। চিনা জাহাজ ইউয়ান ওয়াং ৫ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে প্রবেশের প্রথম থেকেই বিরোধিতা করেছে ভারত।

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বন্দরে চিনা 'গুপ্তচর' জাহাজের নোঙরকে কেন্দ্র করে নতুন করে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। চিনা জাহাজ ইউয়ান ওয়াং ৫ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে প্রবেশের প্রথম থেকেই বিরোধিতা করেছে ভারত। এরফলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে অভিযোগ করা হয়েছে। ইউয়ান ওয়াং ৫ -এর হাম্বানটোটা বিমানবন্দরে নোঙরের পর বিষয়টি থিতিয়ে যায়। কিন্তু শ্রীলঙ্কায় চিনা রাষ্ট্রদূতের বিবৃতিতে নতুন করে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছে।

শ্রীলঙ্কার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে

শ্রীলঙ্কার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে

চিনের দৈনিকে শ্রীলঙ্কায় বেজিংয়ের রাষ্ট্রদূত কুই জেনহং জানিয়েছেন, কোনও প্রমাণ ছাড়াই ভারত বার বার ইউয়ান ওয়াং ৫-কে নিরাপত্তার হুমকি বলে উল্লেখ করছেন। শ্রীলঙ্কা হাম্বানটোটা বন্দরে ইউয়ান ওয়াং ৫ -এর নোঙরের বিষয়ে ভারত বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে। যদিও তিনি প্রতিবেদনে সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি। তিনি ভারতকে শ্রীলঙ্কার উত্তরে প্রতিবেশী দেশ বলে উল্লেখ করেছে। জেনহং প্রতিবেদনে অভিযোগ করেছেন, শ্রীলঙ্কার সার্বভৌমত্বে বার বার আঘাত করার চেষ্টা করছে উত্তরের প্রতিবেশী দেশটি। শ্রীলঙ্কার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করছে ভারত বলে অভিযোগ করেন চিনা রাষ্ট্রদূত।

সৌজন্যতা ভুলে গিয়েছে চিনা রাষ্ট্রদূত

সৌজন্যতা ভুলে গিয়েছে চিনা রাষ্ট্রদূত

শ্রীলঙ্কার চিনা রাষ্ট্রদূতের এই প্রতিবেদনের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশনের তরফে বলা হয়েছে, কোনও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করার কোনও পরিকল্পনা বা ইচ্ছা ভারতের নেই। বরং চিন এই কাজে সিদ্ধহস্ত। এই বিষয়ে চিনের থেকে ভারতের নীতি অনেকটাই পৃথক। পাশাপাশি ভারতীয় হাইকমিশন অভিযোগ করেছে, চিনা রাষ্ট্রদূত সমস্ত ধরনের সৌজ্যনতা ও শিষ্টাচার ভুলে গিয়েছে।

ঋণের ফাঁদে ফেলছে চিন

ঋণের ফাঁদে ফেলছে চিন

ভারতীয় হাইকমিশন চিনের ঋণ দেওয়ার এজেন্ডাকে তুলে ধরেছেন। জানানো হয়েছে, চিনের এই ঋণ দেওয়ার নীতিতে অনেক অস্বচ্ছতা রয়েছে। ছোট ছোট দেশগুলোকে চড়া সুদে ঋণ দিয়ে চিন উন্নয়নের প্রতিশ্রুতি দেয়। আদতে বেজিং ছোট ছোট ওই দেশগুলোক সার্বভৌমত্ব ও স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায়। বিপদের দিনে ওই দেশগুলোর পাশে এসে পর্যন্ত দাঁড়ায় না। স্বাধীনতার পর শ্রীলঙ্কা চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু শ্রীলঙ্কার বিপদের দিনে চিনকে সাহায্য করতে দেখা যায়নি।

ভারতের উদ্বেগের কারণ

ভারতের উদ্বেগের কারণ

ইউয়ান ওয়াং ৫ জাহাজটির শ্রীলঙ্কার বন্দরে প্রবেশ নিয়ে প্রথম থেকে ভারত বিরোধিতা করেছে। চিনা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই জাহাজটিকে মহাকাশ গবেষণার জন্য ব্যবহার করা হয়েছে। কিন্তু ভারত প্রথমকে ইউয়ান ওয়াং ৫-কে ভারতের যুদ্ধজাহাজ বলে উল্লেখ করেছে। উন্নত প্রযুক্তির এই জাহাজটি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর থেকে ভারতের দক্ষিণ উপকূলে নিরাপত্তার ওপর নজর রাখতে পারবে। পাশাপাশি ভারতের পরমাণু গবেষণা কেন্দ্রেও চিনা জাহাজ থেকে নজর রাখা সম্ভব বলে নয়াদিল্লি সতর্ক করেছে।

সুপ্রিম কোর্টের সুপারিশকে মান্যতা! ৯ বিচার বিভাগীয় আধিকারিক কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে উন্নীত সুপ্রিম কোর্টের সুপারিশকে মান্যতা! ৯ বিচার বিভাগীয় আধিকারিক কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে উন্নীত

English summary
India hit out at Chinese diplomat’s allegation violation of basic diplomatic etiquette
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X