For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনা সংবাদমাধ্যম কীভাবে তুলে ধরল জিনপিং-মোদীর বৈঠককে

জিনপিংয়ের ভারত সফরের নিয়ে গত কয়েকদিন ধরেই শোরগোল পড়েছে চিনের সাংবাদ মাধ্যমেও। জিনপিং ভারতে পা রাখার পর থেকেই একের পর এক খবর প্রকাশিত হয়ে চলেছে।

Google Oneindia Bengali News

জিনপিংয়ের ভারত সফরের নিয়ে গত কয়েকদিন ধরেই শোরগোল পড়েছে চিনের সাংবাদ মাধ্যমেও। জিনপিং ভারতে পা রাখার পর থেকেই একের পর এক খবর প্রকাশিত হয়ে চলেছে। প্রত্যেকটি খবরেই ইতিবাচক ইঙ্গিতেই প্রকাশ করা হয়েছে। চিনের জিনহুয়া সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, চিনের প্রেসিডেন্টের অভ্যর্থনায় কোনও কসুর করেনি ভারত। চেন্নাইয়ে ভারত এবং চিনের পতাকা একসঙ্গে উড়েছে। যেখানে জিনপিং গিয়েেছন সেখানেই দেখা গিয়েছে দুই দেশের পতাকার সহাবস্থান। বর্ণাঢ্য সেই আয়োজন।

চিনা সংবাদমাধ্যম কীভাবে তুলে ধরল জিনপিং-মোদীর বৈঠককে


অন্যদিকে গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, জিনপিংয়ের মহাবলীপূরমের এই সফর এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সফল সফর। জিনপিংয়ের এই ভারত সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে এবং সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।

সিল্ক রুটের মতোই ভারতের মহাবলীপূরমের সঙ্গে চিনের যোগাযোগ প্রাচীন। সেই ঐতিহাসিক সম্পর্ককে ঝালিয়ে নিতেই জিনপিংয়ের এই ভারত সফর বলে গ্লোবাল টাইমসে লেখা হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্টে আবার মোদীর প্রশংসায় লেখা হয়েছে, যে বাতাবরনেও জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করেছেন তা প্রশংসার যোগ্য। পরেক্ষে এই সংবাদ পত্র কাশ্মীর সিদ্ধান্তকে ইঙ্গিত করেছে।

English summary
India and China ancient links were reported in an article in China Daily
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X