For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের সবচেয়ে বেশি ও কম দুনীর্তিগ্রস্ত দেশ কোনগুলি? ভারতের অবস্থান কোথায় জেনে নিন

সিপিআই অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি ও কম দুনীর্তিযুক্ত দেশ কোনটি জেনে নিন

Google Oneindia Bengali News

ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল সম্প্রতি দুর্নীতি প্রকোপ সূচক (‌সিপিআই)‌–এর ভিত্তিতে ১৮০টি দেশের দুর্নীতি পরিমাপ করে রিপোর্ট পেশ করেছে। যেখানে দেশের নির্বাচনে বেশি করে অর্থ খরচ করা হয়। প্রত্যেক দেশকে শূন্য (‌উচ্চ দুর্নীতিযুক্ত)‌ থেকে ১০০ (‌স্বচ্ছ দেশ)‌ নম্বরের মধ্যে দেওয়া হয়েছে।

ভারত–চীন অনেকটাই দুর্নীতিমুক্ত

ভারত–চীন অনেকটাই দুর্নীতিমুক্ত

সিপিআই অনুযায়ী সোমালিয়া (‌স্কোর ৯)‌ সবচেয়ে দুর্নীতিযুক্ত দেশ, যেখানে অস্বচ্ছতাকে প্রতিষ্ঠা করতে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। পাকিস্তান (‌৩২ স্কোর)‌ এ বছর ১২০ নম্বর স্থানে রয়েছে, ২০১৮ সালে এই দেশটি ১১৭ নম্বরে ছিল বলে জানা গিয়েছে। ১৮০টি দেশের মধ্যে চিন (‌৪১ স্কোর)‌ রয়েছে ৮০ নম্বরে। ভারতও চিনের পাশাপাশি ৮০ স্কোর পেয়েছে এবং এই দেশের নম্বর ৪১। ২০১৮ সালে ৭৮ নম্বর স্থানে ছিল ভারত।

আমেরিকার ফল সবচেয়ে বাজে

আমেরিকার ফল সবচেয়ে বাজে

গত আট বছরে আমেরিকা সবচেয়ে বাজে ফল করেছে এ বছর। তাদের স্কোর ৬৯ এবং ১৮০টি দেশের মধ্যে ২৩ নম্বরে রয়েছে এই দেশটি। পশ্চিম ইউরোপ এবং ইউরোপ ৬৬ স্কোর পেয়েছে দুর্নীতি দেশ হিসাবে অন্যদিকে সাহারা মরুভূমির দেশ আফ্রিকার নম্বর সবচেয়ে কম ৩২ স্কোর। ডেনমার্ক (‌৮৭ স্কোর)‌, নিউ জিল্যান্ড (‌৮৭ স্কোর)‌ ও ফিনল্যান্ড (‌৮৬ স্কোর)‌ এই তিনটি দেশে দুর্নীতি সবচেয়ে কম।

২২টি দেশ উন্নতি করেছে

২২টি দেশ উন্নতি করেছে

ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল অনুসারে, গত আট বছরে গ্রীস (স্কোর: ৪৮), গুয়ানা (স্কোর: ৪০) এবং এস্তোনিয়া (স্কোর: ৭৪) সহ কেবলমাত্র ২২ টি দেশ তাদের স্কোরের উল্লেখযোগ্য উন্নতি করেছিল। তবে, ২১টি দেশ কানাডা (স্কোর: ৭৭), নিকারাগুয়া (স্কোর: ২২) এবং অস্ট্রেলিয়া (স্কোর: ৭৭)-এর সঙ্গে তাদের শীর্ষ স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে।

English summary
The Corruption Perceptions Index (CPI) by Transparency International ranks 180 countries by their perceived levels of public sector corruption
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X