মহামারীর মাঝেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ডাক জাতিসংঘের
করোনা মহামারির মাঝেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী একযোগে লড়াইয়েরক ডাক জাতিসংঘের। সূত্রের খবর, ইতিমধ্যেই করোনা সঙ্কটের মাজেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে এক সপ্তাহব্যাপী 'ভার্চুয়াল কাউন্টার-টেরোরিজম’ সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘে। ওই বৈঠকেই মহামারীর আবহে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মোকাবিলার ক্ষেত্রে কৌশলগত ও বাস্তবিক চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর ভার্চুয়াল কাউন্টার-টেরোরিজম’ সপ্তাহে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ প্রসঙ্গে ১০টি ওয়েবিনারের আয়োজন করা হয়। পাশাপাশি এই বিষয়ে বক্তব্য রাখেন ১ হাজেরও বেশি প্রতিনিধি।

সোমবার উচ্চ-স্তরীয় এই বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, "ভাইরাসের মতো সন্ত্রাসবাদও কোনও সীমান্তের পরোয়া করে না। সমস্তই দেশই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সম্মিলিত লড়াইয়ে দ্বারাই আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়লাভ করতে পারি।”এই কাজে বাস্তবিক যে সমস্ত প্রতিবন্ধকতার মধ্যে প্রতিটা দেশকে পড়তে হয় তা কাটাতে একযোগে কাজ করা ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই বলে জানাচ্ছেন আন্তোনিও গুতেরেস।
পাশাপাশি এদিন আইএস, আল কায়েদা, তাদের আঞ্চলিক সহযোগী সংগঠনগুলির সম্পর্কেও ফের সতর্ক করতে দেখা যায় জাতিসংঘের মহাসচিবকে। পাশাপাশি নিও-নাৎসির মতো প্রতিটা দেশেই বিভিন্ন উগ্রবাদী, সাম্প্রদায়িক দল গুলি নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলেও সতর্ক করেন তিনি। এর জন্য এই সমস্ত বিভেদকামী বিচ্ছিন্নতাবাদী দল গুলি স্থানীয় কোন্দল, প্রশাসনের ব্যর্থতা গুলিকে কাজে লাগানোর চেষ্টা করছে বলেও এদিন অভিযোগ করেন তিনি।

চিনের বিরুদ্ধে খাপ্পা পাক জনগণ! করোনা উপেক্ষা করে ইমরান-জিনপিংয়ের বিরুদ্ধে রাস্তায় মানুষ