For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধের ১০০ দিনে ইউরোপীয় ইউনিয়নকে তেল বিক্রি করে ৯৮ বিলিয়ন ডলার আয় রাশিয়ার

যুদ্ধের ১০০ দিনে ইউরোপীয় ইউনিয়নকে তেল বিক্রি করে ৯৮ বিলিয়ন ডলার আয় রাশিয়ার

  • |
Google Oneindia Bengali News

ইউক্রেন আক্রমণে শুরু থেকেই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারী করেছে ইউরোপীয় ইউনিয়ন৷ কিন্তু সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যুদ্ধের ১০০ দিনে ইউরোপীয় ইউনিয়নকে তেল বিক্রি করে ৯৮ বিলিয়ন ডলার আয় হয়েছে৷ একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে যুদ্ধের প্রথম ১০০ দিনে তেল ও গ্যাস রপ্তানি থেকে রাশিয়ার রাজস্ব রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, মস্কো ৯৩ বিলিয়ন ইউরো (৯৮ বিলিয়ন ডলার) আয় করছে৷ এই আয়ের বেশিরভাগই ইউরোপীয় ইউনিয়নের গ্রাহকদের কাছ থেকে এসেছে।

কী বলছে ফিনল্যান্ডের একটি সংথার সমীক্ষা?

কী বলছে ফিনল্যান্ডের একটি সংথার সমীক্ষা?

ফিনল্যান্ডের সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)-এর রিপোর্টে বলা হয়েছে যে রাশিয়ান তেল, গ্যাস এবং কয়লার শীর্ষ ক্রেতা চিন (১২.৬ বিলিয়ন ইউরো) তারপরেই রয়েছে জার্মানি (১৩.১ বিলিয়ন ইউরো) এবং ইতালি (৭.৮ বিলিয়ন ইউরো)। ইইউ গত মাসে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে সম্মত হয়েছিল তবে রাশিয়ান গ্যাসের উপর নিষেধাজ্ঞা জারী করেনি তারা। ইউক্রেনের সেভেরোডোনেটস্ক-এর পূর্ব লুগানস্কের গভর্নর সের্গেই গেইডে বলেছেন, এক সপ্তাহ ধরে রাশিয়ার বাহিনীর আক্রমণের পর ইউক্রেনের বাহিনীকে পূর্বাঞ্চলীয় সেভেরোডোনেটস্ক শহরের কেন্দ্রস্থল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তার বাহিনী শিল্প কেন্দ্রেটির 'প্রতি মিটার' রক্ষার জন্য লড়াই করছে।

শহরের যোগাযোগকারী সেতু ভাঙছে রাশিয়ান সেনারা!

শহরের যোগাযোগকারী সেতু ভাঙছে রাশিয়ান সেনারা!

গেইডে আরও বলেছেন যে রাশিয়ানরা ডোনেট নদীর উপর শহরের একটি দ্বিতীয় সেতু ধ্বংস করেছে এবং আজোট রাসায়নিক প্ল্যান্ট, যেখানে শত শত অসামরিক লোক আশ্রয় নিয়ে রয়েছে সেখানে প্রচণ্ড গোলাবর্ষণ করছে। মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনীর তরফে বলা হয়েছে যে শহরটি 'অবরুদ্ধ' এবং ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে অথবা মরতে হবে৷

বুচাতে গণকবর, উদ্ধার সাতটি মৃতদেহ!

বুচাতে গণকবর, উদ্ধার সাতটি মৃতদেহ!


ইউক্রেনের পুলিশ বলেছে যে বুচায় আরও সাতটি মৃতদেহ পাওয়া গিয়েছে৷ যাদের অনেকের হাত ও পা বাঁধা ছিল, কিয়েভ শহরতলির বুচা কাছে একটি গণকবর পাওয়া গিয়েছে। ইউক্রেনের দাবি এটি রাশিয়ান যুদ্ধাপরাধের অভিযোগের প্রমাণ বলে দাবি করেছে। এই অঞ্চলের পুলিশ প্রধান আন্দ্রি নেবিটোভ দাবি করেছেন যে এই সাতজনের মৃতদেহ বুচা থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) উত্তর-পশ্চিমে মাইরোটস্কে গ্রামের কাছে পাওয়া গিয়েছে৷ পুলিশের দাবি রাশিয়ান সৈনরা তাদের অত্যাচার করেছিল তারপর মাথায় বুলেট দিয়ে কাপুরুষোচিতভাবে তাদের মেরে ফেলে। ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি, মার্চের শেষের দিকে রাশিয়ান সৈন্যরা এই এলাকা থেকে প্রত্যাহার করার পরে কয়েক ডজন অসামরিক লোকের মৃতদেহ রাস্তায়, বেসমেন্টে এবং বুচাতে গণকবর দেওয়া হয়েছে৷

ভারতকে চাপে রাখতে পারমাণবিক অস্ত্রে আধুনিকরণ আনছে চিন, দাবি রিপোর্টেভারতকে চাপে রাখতে পারমাণবিক অস্ত্রে আধুনিকরণ আনছে চিন, দাবি রিপোর্টে

English summary
In the 100 days of the war, Russia earned 98 billion dollar by selling oil to the European Union
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X