For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী এক মহিলা

  • |
Google Oneindia Bengali News

বেজিং, ১৯ অগাস্ট : জেলের সাজা এড়াতে অভিনব পদ্ধতির সাহায্য নিয়েছিল এক চিনা মহিলা। দশ বছরে ১৩ বার গর্ভবতী হয়ে বিচারব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি প্যারোলে জেলের বাইরের জীবনে অভ্যস্ত হয়ে উঠেছিল জেং জিনজিয়াং নামে ৩৯ বছরের ওই মহিলা। [রাষ্ট্রপতির গায়ে আম ছুঁড়ে ফ্ল্যাট উপহার পেলেন এক মহিলা]

কীভাবে এতদিন গর্ভবতী হয়ে জেলের বাইরে ছিল সে? জানা গিয়েছে, দুর্নীতির অভিযোগে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয়েছিল জেʼকে। তবে সুকৌশলে আইনের ফাঁক গলে সে জেলের বাইরে ছিল এতদিন। [আর মাত্র ৮ বছর আয়ু রয়েছে ইন্টারনেটের, বলছেন বিজ্ঞানীরা]

যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী এক মহিলা


গত দশ বছরে মোট ১৪ বার সে গর্ভবতী বলে নিজেকে দাবি করেছিল। এর মধ্যে একবার মিথ্যা বললেও বাকি ১৩ বার সে সত্যিই গর্ভধারণ করেছিল। [ক্যামেরার ফ্ল্যাশে দৃষ্টিহীন হল তিন মাসের শিশু]

তবে বিস্ময়ের এখানেই শেষ নয়। প্রতিবারই সে গর্ভবতী হওয়ার পরে নিয়মানুযায়ী আদালত থেকে প্যারোলে মুক্ত হত। এরপরই সে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে গিয়ে গর্ভপাত করিয়ে চলে আসত। এবং দিব্যি নিশ্চিন্ত জীবন কাটাত খোলা আকাশের নিচে। [২০২২ সালেই ভারত হবে 'পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ']

তবে সেই ঘটনা এতদিন পরে প্রকাশ্যে এসেছে। সব জানার পরে বিচার জেংকে যাবজ্জীবনের সাজা খাটার জন্য ফের একবার জেলে পাঠিয়ে দিয়েছেন। তবে কীভাবে ওই মহিলা গর্ভবতী হত, তা জানা যায়নি। [৬০ বছর ধরে গর্ভবতী নবতিপর বৃদ্ধা]

English summary
In order to delay the life sentence, an woman gets pregnant 13 times in 10 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X