For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থাবা বসিয়েছে ১৩৫টির বেশি দেশে, কেন বিশ্বজুড়ে কিছুতেই রাশ টানা যাচ্ছে না ডেল্টা সংক্রমণে?

থাবা বসিয়েছে ১৩৫টির বেশি দেশে, কেন বিশ্বজুড়ে কিছুতেই রাশ টানা যাচ্ছে না ডেল্টা সংক্রমণে?

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় ওয়েভের পর ইতিমধ্যেই ভারতের পাশাপাশি গোটা বিশ্বজুড়েই আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভাইরাসের তৃতীয় ওয়েব। এদিকে নেপথ্য অবশ্যেই ডেল্টার নিত্যনতুন প্রতিরূপ। এদিকে ইতিমধ্যেই বিশ্বের ১৩৫টি দেশে দাপট বাড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। অন্যদিকে ভারতে ইতিমধ্যেই উদ্বেগ বাড়াতে শুরু করেছে ডেল্টা প্লাস স্ট্রেন। আর তাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এদিকে করোনার অন্যন্যা প্রজাতির থেকে এই ডেল্টা যে অধিকতরপ ভয়ঙ্কর তা বারংবার বলেছেন বিশেষজ্ঞরা।

ভয় ধরাচ্ছে সিডিসি-র রিপোর্ট

ভয় ধরাচ্ছে সিডিসি-র রিপোর্ট

সম্প্রতি আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) একটি আভ্যন্তরীণ নথিতেও দাবি করা হয়েছে করোনার স্ট্রেন অন্যান্য প্রজাতির চেয়ে অধিক মাত্রায় ভয়ঙ্কর। এমনকী বিভিন্ন ভ্যাকসিনের বেড়াজাল ভাঙতেও এই স্ট্রেনের জুড়ি মেলা ভার। এমনকী চিকেন পক্সের মতো দ্রুতগতিতে ও সহজে ছড়িয়ে পড়ছে এই স্ট্রেন। আর তাতেই আক্রান্ত হচ্ছেন সর্বাধিক মানুষ।

কেন উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কেন উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সহজ কথায় কোনও বাধাই মানে না কোভিডের এই নয়া প্রজাতি৷ অল্প সময়ের মধ্যেই বিস্তার লাভের ক্ষমতা রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের। আগামীতে এই ভ্যারিয়েন্টই বিশ্বের সর্বাধিক ভয়ের কারণ হতে পারে বলে আগেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলয় দেশগুলি এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলিতে করোনা সংক্রমণ এক সপ্তাহে বেড়েছে যথাক্রমে ৩৭ এবং ৩৩ শতাংশ। যার নেপথ্যে রয়েছে এই মারণ ডেল্টাই।

ভ্যাকসিন নিয়েও নেই রেহাই

ভ্যাকসিন নিয়েও নেই রেহাই

অন্যদিকে টিকা নিয়েও রেহাই মিলছে না ডেল্টার হাত থেকে আর তাতেই বেড়েছে সর্বাধিক উদ্বেগ। ভ্যাকসিনের ডোজ নেওয়া শেষ করেছেন এরকম মানুষদেরকেও আক্রমণ করছে এই নয়া স্ট্রেন। আরও সহজ কথায় একজন ভ্যাকসিন নেওয়া মানুষ একজন ভ্যাকসিন না নেওয়া মানুষের মতো একইহারে এই ভাইরাসটিকে ছড়িয়ে দিতে সক্ষম। তাই ভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে বা আগে হয়েছে এরকম জায়গায় মাস্ক পরে থাকার সুপারিশ করছে সিডিসি। একই কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

 মার্স, সার্স, ইবোলার থেকেও ভয়ঙ্কর ডেল্টা

মার্স, সার্স, ইবোলার থেকেও ভয়ঙ্কর ডেল্টা

অন্যদিকে আমেরিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর অভ্যন্তরীণ গবেষণায় উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট বলছে, মার্স, সার্স, ইবোলা, সাধারণ সর্দি-কাশি, ফ্লু বা স্মলপক্সের ভাইরাসের থেকেও ভয়ঙ্কর এই ডেল্টা স্ট্রেন। সংক্রমণ ক্ষমতা অনেকাংশেই বেশি। তাই ভ্যাকসিন নিয়ে হোক বা না নিয়ে হোক এই ভাইরাসের হাত থেকে বাঁচতে সাবধানতা অবলম্বনই একমাত্র পথ। যদিও কমে এই উদ্বেগের মেঘ কেটে নয়া আশার আলো দেখা যাবে সেই বিশেষ কিছুই বলতে পারছেন না কেউ।

English summary
in more than 135 countries why is there no control around the world to the delta infection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X