'মুশারফের দেহ ৩ দিন ইসলামাবাদের চকে ঝুলিয়ে রাখা হবে', পাকিস্তান আদালতের নির্দেশ ঘিরে চাঞ্চল্য
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পরাভেজ মুশারফের ফাঁসির সাজা আগেই শুনিয়ে দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত। দেশদ্রোহিতার মামলায় পারভেজ মুশারফকে এমন মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত। এবার সেই প্রাক্তন পাকিস্তানি প্রেসিডেন্টকে নিয়ে তোলপাড় ফেলে দিল পাকিস্তানের আদালতের সাম্প্রতিক নির্দেশ।

পাকিস্তানের আদালত ও মুশারফকে নিয়ে নির্দেশ
পাকিস্তানের এক বিশেষ আদালত জানিয়ে দিয়েছে, মুশারফ যদি মৃত্যুদণ্ডের আগেই মারা যান, তাহলে তাঁর দেহ ইসলামাবাদের ডি-চকে ঝুলিয়ে রাখা হবে ৩ দিন ধরে। পাকিস্তান আদালতের এমন নির্দেশে স্তম্ভিত সেদেশের সরকার সহ অনেকেই। কেন বিচারক এমন নির্দেশ দিয়েছেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

অসংবিধানিক নির্দেশ
প্রসঙ্গত, ইসলামাবাদের ডি চক পাকিস্তান সংসদের এক্কেবারে সামনেই। আর সেখানে দেশের প্রাক্তন প্রেসিডেন্টের মৃতদেহ ৩ দিন ধরে ঝুলিয়ে রাখা থাকবে , এমন নির্দেশকে পাকিস্তানের অনেকেই অসংবিধানিক বলে মনে করছেন। গোটা বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী ইমরানকে অবহিত করেছেন সেদেশের প্রধানমন্ত্রীর আইনজীবী। ঘটনা পাক প্রধান মন্ত্রীর অফিসও স্তম্ভিত।

এর আগে অপরাধীর ১০০ টুকরো করার নির্দেশ
পাকিস্তানে এমন আইনি নির্দেশ প্রথম নয়। এর আগে এক সিরিয়াল কিলারকে সাজা শোনাতে গিয়ে পাকিস্তানের কোর্ট নির্দেশ দিয়েছিল , তার দেহ জনতার সামনে ঝুলিয়ে রাখতে হবে। তারপর তার পরিবারের সামনে অপরাধীর দেহ ১০০ টুকরে করে কাটতে হবে। যদিও সেই নির্দেশ কার্যকরী হয়নি।

মুশারফকে নিয়ে কেন এমন নির্দেশ?
প্রসঙ্গত , পাকিস্তান আদালতের রায়ের বেশ কয়েকদিন আগে থেকেই দুবাইতে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট মুশারফ। তিনি সেখানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আর দেশে তিনি ফিরবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমন অবস্থায় পাকিস্তান আদালত জানিয়েছে, যদি পাকিস্তানের ফাঁসির সাজা বহালের আগেই মুশারফের মৃত্যু হয়, তাহলে তাঁর মৃতদেহ ঝুলিয়ে রাখতে হবে ডি চকে।