For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের ভয়াল থাবা জার্মানিতে, ২৪০ জন আক্রান্ত

করোনা ভাইরাসের ভয়াল থাবা জার্মানিতে, ২৪০ জন আক্রান্ত

Google Oneindia Bengali News

ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ার পর এবার করোনা ভাইরাসের প্রকোপ মারাত্মক হয়ে উঠল জার্মানিতে। ৪৪টি নতুন করোনা ভাইরাসের খবর পাওয়া গেল এই দেশে। বুধবার পর্যন্ত জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪০ জন। মঙ্গলবার পর্যন্ত যা ছিল ১৯০ জন। এই তথ্য জানিয়েছে রবার্ট কোচ ইনস্টিটিউট।

বাড়ছে কোভিড–১৯–এর সংখ্যা

বাড়ছে কোভিড–১৯–এর সংখ্যা

রবার্ট কোচ ইনস্টিউট জানিয়েছে, ১৬টি যুক্তরাষ্ট্রীয় দেশের মধ্যে জার্মানি ১৫তম করোনা ভাইরাস প্রভাবিত দেশ। এই দেশের পশ্চিম দিকের উত্তর রাইন-ওয়েস্টফালিয়াতে করোড়া ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে এখনও পর্যন্ত এই রোগে মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সংক্রমণ প্রতিরোধে সরকারের উদ্যোগ

সংক্রমণ প্রতিরোধে সরকারের উদ্যোগ

প্রসঙ্গত, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জার্মান সরকারের ক্রাইসিস কমিটি থেকে আন্তঃসীমান্ত ভ্রমণের ব্যাপারে সবিস্তারে নানা নির্দেশনা দেওয়া হয়েছে এবং বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট বাতিল করা হয়েছে। তাছাড়া, ঠান্ডা লাগার লক্ষণ যাদের আছে তাদেরকে জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। অর্ধেকেরও বেশি মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে। জনবহুল এ রাজ্যটিতে কয়েকটি স্কুল এবং ডে কেয়ার সেন্টারে কয়েকজন কর্মীর করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর এই কেন্দ্রগুলো সোমবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

চিন থেকে ছড়ায় এই রোগ

চিন থেকে ছড়ায় এই রোগ

চিনের উহান প্রদেশ থেকে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। এরপরই তা দ্রুত বিশ্বে অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি জনের।

English summary
Fifteen of Germany’s 16 federal states have now reported cases of the novel coronavirus, with the western state of North Rhine-Westphalia being most affected, according to the RKI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X