For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধুমাত্র এপ্রিলেই প্রায় ৭৭ লক্ষ কর্মী ছাঁটাই করেছে একাধিক মার্কিন সংস্থা

শুধুমাত্র এপ্রিলেই প্রায় ৭৭ লক্ষ কর্মী ছাঁটাই করেছে মার্কিন সংস্থা গুলি

  • |
Google Oneindia Bengali News

করোনা মহামারির জেরে কার্যত তালাবন্ধ গোটা দেশে। থমকেছে অর্থনীতির চাকাও। যার জেরে তীব্র আর্থিক মন্দার সম্মুখীন হচ্ছে প্রায় প্রতিটা দেশই। এই সঙ্কটকালেই আমেরিকায় ক্রমেই বাড়ছে বেকারত্বের পরিমাণ। সূত্রের খবর, শুধুমাত্র এপ্রিলেই মার্কিন নিয়োগকারী সংস্থা গুলির তরফে ছাঁটাই করা হয়েছে প্রায় ৭৭ লক্ষ কর্মীকে।

শুধুমাত্র এপ্রিলেই প্রায় ৭৭ লক্ষ কর্মী ছাঁটাই করেছে মার্কিন সংস্থা গুলি

আমেরিকার শ্রম বিভাগও মঙ্গলবারের এক প্রতিবেদনে এপ্রিলে চাকরির সঙ্কটের কথা স্বীকার করে নিয়েছে। পাশাপাশি বর্তমানে অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলেও জানানো হয়েছে। এদিকে উপলভ্য কাজের যথেষ্ট পারা পতন লক্ষ্য করা যায় মার্চেও। সেইসময় বাজারে উপলভ্য কাজের পরিমাণ ১৬ শতাংশ কমে ৫০ লক্ষে নেমে যায়। একই সাথে নিয়োগও ৩১ শতাংশ কমে সাড়ে তিন লক্ষে নেমে যায়।

পাশাপাশি মার্চেও ছাঁটাই হয় প্রায় সাড়ে ১১ লক্ষ কর্মী। পাশাপাশি মার্চে নতুন মাত্র আড়াই লক্ষ কাজ সৃষ্টি হয় বলে জানা যাচ্ছে। যদিও বর্তমানে পার্ট টাইম কাজের পরিমাণ খানিক বেড়েছে বলে খবর। বিশেষজ্ঞদের ধারণা বর্তমানে করোনা সঙ্কটের জেরে আমেরিকার যা অবস্থা হয়েছে তা পুনরুদ্ধার হতে এক দশকেরও বেশি সময় লেগে যাবে।

'‌করোনা ভাইরাস ইয়া কোভিড ১৯ সে আজ পুরা দেশ লড় রহা হ্যায়’‌, জানেন কি এই কন্ঠের নেপথ্যে কে'‌করোনা ভাইরাস ইয়া কোভিড ১৯ সে আজ পুরা দেশ লড় রহা হ্যায়’‌, জানেন কি এই কন্ঠের নেপথ্যে কে

English summary
About 77 lakh workers were laid off in America in April
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X