আরশোলা মারতে গিয়ে বিস্ফোরণে জেরে উড়ে গেল আস্ত বাগান
মশা মারতে কামান দাগার গল্প অথবা গাছের ডালে বসেই কালিদাসের গাছের ডাল কাটার গল্প আমাদের কারোরই অজানা নয়। কিন্তু বাগানে উপদ্রবকারী আরশোলা মারতে গিয়ে গোটা বাগানটিই বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার ভিডিও দেখে হতভম্ব সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা!

ঘটনাটি ঘটেছে গত সপ্তাহের ১৮ই অক্টোবর দক্ষিণ ব্রাজিলের এনিয়াস মার্কিউস এলাকায়। সিজার স্মিৎজ নামে এক ব্রাজিলিয়ান ট্রাক ড্রাইভার জানান যে তার বাড়িতে আরশোলার উপদ্রব বাড়ছিল দিনের পর দিন ধরে। আরশোলার জ্বালাতনে একপ্রকার অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সিজারের স্ত্রী। আরশোলার উপদ্রবে তার সখের বাগানের ফসল নষ্ট হচ্ছে বলে তার স্বামীর কাছেও অভিযোগ করেন ওই গৃহকর্ত্রী। তাই স্ত্রী-র অনুরোধ রাখতে গিয়েই ঘটলো বিপত্তি।
I just felt like this was missing something... pic.twitter.com/MV7vU4jxa6
— Evan Sandhoefner (@EvanSandhoefner) October 20, 2019
টুইটারে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সিজার বাড়ির বাগানের মধ্যে থাকা আরশোলার গর্ত লক্ষ্য করে একটি জ্বলন্ত দেশলাই কাঠি ছুঁড়ছেন। যে গর্তে তিনি আগে থেকেই গ্যাসোলিন ঢেলে রেখেছিলেন। কয়েক মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে তাদের বাগানে। লণ্ডভণ্ড হয়ে যায় তার স্ত্রীর শখের বাগান। তাদের পোষ্য কুকুর দুটিও বিস্ফোরণের আতঙ্কে লাফালাফি শুরু করে দেয়। যদিও এর জেরে কোনও বড়সড় দুর্ঘটনার মেলেনি।
তবে এই বিষয়ে সিজার স্মিৎজকে জিজ্ঞেস করা হলে তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'আমার স্ত্রী-র আরশোলা নিয়ে অভিযোগ অনেকদিনের। ও আরশোলাকে প্রচণ্ড ভয় পেত। আর আরশোলা গুলিকে তাড়ানোর জন্য আমার কাছে প্রায় প্রতিদিনই অনুরোধ করতো।’ যদিও, এই ভিডিওটি আপলোডের পরই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় টুইটারে। ভেসে আসতে থাকে একের পর এক মজাদার মন্তব্য। তবে অনেককেই ওই দুর্ঘটনা জেরে আতঙ্কগ্রস্ত কুকর দুটির ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করতেও দেখা যায়।